সিলেট ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৪
সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই চিনির চালান জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-১৯।
বুধবার ( ১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একটি বালু ভর্তি ট্রাক জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবি জৈন্তাপুর বিওপির একটি বিশেষ টহল দলের সিগন্যাল উপেক্ষা করে পালিয়ে যাওয়ার সময় সুরমা-বাইপাস সড়ক থেকে ট্রাকটি আটক করে।
পরে ট্রাকে তল্লাশি চালিয়ে বালির স্তরের নিচে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের চোরাই পথে নিয়ে আসা ভারতীয় চিনি পাওয়া যায় এবং তা জব্দ করা হয়।
জব্দকৃত চিনি শুল্ক অফিসে জমা দেয়ার প্রস্তুতি চলছে জানিয়েছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো.আসাদুন্নবী, পিএসসি।
তিনি বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com