সিলেটের মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৩১ জানুয়ারি শনিবার দুপুরে মধুবন সুপার মার্কেটস্থ সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও আহবায়ক কমিটির প্রধান, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রিাটির সাবেক পরিচালক সফিক বখত।
শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন।
মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক চিরনজিত পাল এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সাংগঠনিক সচিব নিয়াজ মোঃ আজিজুল করিম, রাগীব রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠকরান সমিতির সাবেক সভাপতি ও আহবায়ক কমিটির প্রধান সফিক বখত। শপথ গ্রহণ করেন মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক, সহ-সভাপতি মোঃ কফিল আহমদ ও মোঃ ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মনজুর আহমদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ রুবেল আহমদ, মোঃ রেদওয়ান আহমদ ও মোঃ রাসেল আহমদ, কোষাধ্যক্ষ মোঃ রিয়াদ রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ ছাব্বির আহমদ, দপ্তর সম্পাদক চিরনজিত পাল, ধর্ম সম্পাদক শেখ মোঃ জুনেদ, সাংস্কৃতিক সম্পাদক পারভেজ আহমদ সানি, প্রচার সম্পাদক জিল্লুর রহমান, সদস্য- কাজী দিলাল আহমদ, তাজুল ইসলাম, আজাদ মিয়া, ছালিক আহমদ, নজরুল ইসলাম, সুমন সরকার, লিটন আহমদ, আহমেদ ছাব্বির, ফয়ছল আহমদ, ছাদেক আহমদ, মোঃ জাকির হোসেন, খালেদ আহমদ।
শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ শেখ মোঃ জুনেদ আহমদ।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনজুর আহমদ। বক্তব্য রাখেন মধুবন সুপার মার্কেটের ম্যানেজার সাজ্জাদ উর রহমান শিমুল, বিশিষ্ট ব্যবসায়ী জাকারিয়া আহমদ, সমিতির সহ সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ছাব্বির আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন বলেন, ব্যবসায়ীদের ঐক্যই সংগঠনের প্রধান শক্তি। ঐক্যবদ্ধভাবে কাজ করলে ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও ব্যবসা-বাণিজ্যের উন্নতি সম্ভব হবে। তিনি বলেন, মধুবন দোকান মালিক ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে এই সমিতি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। ন্যায্য অধিকার আদায়, ব্যবসা পরিচালনায় বিদ্যমান সমস্যা সমাধান এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলাই সংগঠনের মূল লক্ষ্য। তিনি নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক নেতৃত্বে মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতি ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার আহবান জানান।