সিলেট ০৪ আসনে ১১ দলীয় জোট সমর্থিত ঐক্যবদ্ধ বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো: জয়নাল আবেদীন বলেছেন,১২ ফেব্রুয়ারি ‘বৃহত্তর জৈন্তিয়া খাসভূমি’ বন্দোবস্ত হবে।জনগণের হাতে তার আসল মালিকানা তুলে দিতে হবে। এজন্য তিনি দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করতে সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।
তিনি বলেন, আমি নির্বাচিত হলে এ জনপদের বঞ্চিত জনগণের ন্যায্য হিস্যা বুঝিয়ে দেওয়া হবে। ১১দলীয় জোট বিজয়ী হলে দূর্নীতি ও সন্ত্রামুক্ত সুখী সমৃদ্ধশালী একটি দেশ গড়বে। তিনি আরো বলেন,বেকারত্ব ঘোচাতে কর্মসংস্থানের ব্যবস্থা করব, বৃহত্তর জৈন্তিয়া’র মহাল সামিল জলকর ফিরে এনে জনগনের হাতে তুলে দেব। শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগের ক্ষেত্রে সর্বাগ্রে গুরুত্ব দেব।
শুক্রবার ( ৩০ জানুয়ারী) রাতে গোয়াইনঘাট উপজেলার তারুখাল মাঠে স্থানীয় পশ্চিম জাফলং ইউনিয়ন ১১ দলীয় জোটের উদ্যোগ দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশিষ্ট মুরব্বি লিয়াকত আলীর সভাপতিত্বে ও ডাক্তার আজিজুর রহমান আজিজ এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমেদ হেলাল, এনসিপি সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক ফয়সল আহমেদ, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়া, উপজেলা জামায়াতের নায়বে আমীর মাওলানা ফয়েজ আহমেদ,গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম খলিল, ইউনিয়ন জামায়াতের সভাপতি ইমদাদুল হক ও সেক্রেটারী সেলিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি চেরাগ আলী কালা,ব্যবসায়ী আব্দুর রহিম রাজা, ইসলাম উদ্দিন মেম্বার, খলিল আহমদ, ছয়দুর রহমান, আতাউর রহমান, নাসির উদ্দিন, রইছ উদ্দিন প্রমূখ।