গণভোটের প্রচার ও সচেতনতা বৃদ্ধিতে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৬
গণভোটের প্রচার ও সচেতনতা বৃদ্ধিতে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

গণভোটের প্রচার ও অভিভাবকবৃন্দের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) হাজী মোহাম্মদ শফিক হাইস্কুল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাকিয়া সুলতানা, জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলার আহ্বায়ক জুনেদ আহমদ, সহকারী প্রকৌশলী মো. আমিনুর রহমান এবং উপ-সহকারী প্রকৌশলী (পুর) মো. রাশেদুল আলম জনি।

বক্তারা গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সচেতন সমাজ গঠনে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ শফিক হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের গণভোট সম্পর্কে সচেতন হওয়ার উপর গুরুত্বারোপ করেন।

এসময় সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্কুলের অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।