হাবিবুর রহমানের দাঁড়িপাল্লার সমর্থনে সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের পথসভা

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৬
হাবিবুর রহমানের দাঁড়িপাল্লার সমর্থনে সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের পথসভা

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত এবং ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমানের দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় নগরীর শাহী ঈদগাহ এলাকায় গণসংযোগ শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতের ইসলাম সিলেট মহানগর শাখার সহকারী সেক্রেটারী ইসলাম উদ্দিন।
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম এর পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের জেলার কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা, কার্যনির্বাহী সদস্য আলমগীর হোসেন সালমান, রুবেল আহমদ, হাবিবুর রহমান, সাদেক হোসেন, ১৮নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম, শ্রমিক নেতা আব্দুস সুবহান, আব্দুর রশীদ, খায়রুল ইসলাম, মুখলেছুর রহমান, মতিন মিয়া, মঞ্জুরুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল হামিদ প্রমুখ। এছাড়াও নগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা বলেন, রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন দল নির্বাচিত হয়ে ক্ষমতা ছিলো কিন্তু শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে কোন কাজ করেনি। শ্রমিকরা সব সময় বঞ্চিত ও অবহেলি। শ্রমিকবান্ধব সৎ, যোগ্য ও আদর্শ প্রার্থী মাওলানা হাবিবুর রহমান সিলেট-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে প্রার্থী হয়েছেন। শ্রমিকদের জীবন মান উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভোটাদের দারে দারে গিয়ে ভোট চাইতে হবে। বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমানকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করতে তৃণমূলত শ্রমিক নেতৃবৃন্দকে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি