সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল (এসডিসি),র কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার মামুন আলী আখতার বলেন,অনেক দিনপর সিলেট নগরীকে একটি পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সিলেট,জেলা প্রশাসন,মেট্রোপলিটন পুলিশ,সিলেট সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে নগরীতে অবৈধ ব্যাটারি চালিত রিক্সা, অবৈধ ষ্টেন্ড উচ্ছেদ, ফুটপাত দখল মুক্ত,সিলেট রেলওয়ে ষ্টেশনে কালোবাজারে টিকেট বিক্রি বন্ধ সহ নানা কর্মকান্ড সফলতার মুখ দেখেছে নগরবাসী।যা আগে কখনো সম্ভব হয়নি।এ জন্য সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল (এসডিসি) সিলেটবাসীর পক্ষ থেকে সকল প্রশাসনকে ধন্যবাদ জানাই।আর এই কর্মকান্ড চলমান রাখতে দল মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানাই।
সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক সিলেট প্রান্ত পত্রিকার সম্পাদক খন্দকার মামুন আলী আখতারের নেতৃত্বে ২৬ অক্টোবর রবিবার দুপুর ১২ ঘটিকায় পরিবেশ বান্ধব নগরী গড়তে ২য় ক্যাম্পাইন অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা পরিষদের সামনে থেকে ক্যাম্পাইন কর্মসূচী শুরু হয়ে নগরীর বন্দর বাজার,জিন্দাবাজার, চৌহাট্রা,দরগাহ গেইট হয়ে আম্বরখানা গিয়ে শেষ হয়।
সভায় সংক্ষিপ্ত বক্তব্যে আরো বক্তব্য রাখেন,জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা দলের কেন্দ্রীয় চেয়ারম্যান, সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, জননেতা এম এ মালেক খান।
ক্যাম্পাইন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন,এডভোকেট সুজিত কুমার বৈদ্য সংগঠনের সাধারণ সম্পাদক বাবু স্নেহাংশু ভট্রাচার্য সন্টু, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রহিম তালুকদার, সাংগঠনিক সম্পাদক, জাতীয় সাপ্তাহিক বাংলার মাটির সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী, জেলা কমিটির সভাপতি কামাল আহমদ, সাধারন সম্পাদক শেখ নজরুল ইসলাম,কেন্দ্রীয় নির্বাহি সদস্য আব্বাস উদ্দিন, ফখরুল ইসলাম শান্ত,ইমরান আহমদ চৌধুরী, জাবেদুল ইসলাম দিদার,কয়েছ আহমদ সাগর,আমিন তাহমিদ, মহানগর কমিটির মোহাম্মদ ঈসা তালুকদার, মোঃ সিরাজুল ইসলাম, আব্দুল খালিক,মোঃ শহিদুর রহমান,জুবায়ের আহমদ, আবুল মিয়া,আব্দুল মালেক, জুনেদুর রহমান চৌধুরী আজমল আলী মাষ্টার, প্রমূখ।
ক্যাম্পাইন চলমান রাখার জন্য, ৩ য় ক্যাম্পাইন পালন করা হবে আগামী ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৩ ঘটিকায়, সিলেট মধুবন মার্কেট থেকে শুরু হয়ে ধোপাদীঘির পার, সন্ধ্যাবাজার, রঙমহল টাওয়ার, ব্রম্ময়ী বাজার,প্রধান ডাকঘর হয়ে সিটি কর্পোরেশনের সামনে গিয়ে শেষ হবে।উক্ত ক্যাম্পাইনে সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিলের সবাই ও শোভাকাংকীদের যথা সময়ে মধূবন মার্কেটের সামনে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন খন্দকার মামুন আলী আখতার।