গাছবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির চতুর্থ শ্রেনীর মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৫
গাছবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির চতুর্থ শ্রেনীর মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন গাছবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির উদ্যোগে চতুর্থ শ্রেনীর শিক্ষার্থীদের মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা শুকবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় গাছবাড়ী আইডিয়াল ডিগ্রি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষায় উপজেলার চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বাংলা,ইংরেজি, গনিত ও সাধারণ জ্ঞানের উপর ১০০ মার্কের পরীক্ষা সকাল ১০ঘটিকা থেকে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

গাছবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির সভাপতি ডা:এনামুল হক,সাধারণ সম্পাদক হাফিজ মিজানুর রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রক সমিতির শিক্ষা সাহিত্য সম্পাদক সাইদুর রহমান নাবিলের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিন, গাছবাড়ী আইডিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রিফতাহুল বর চৌধুরী, আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, গাছবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির সাবেক সভাপতি মাওলানা আব্দুল মালিক, ডাক্তার আবু শহিদ শিকদার, গাছবাড়ী বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আব্দুল মৌলা, সমাজসেবী আব্দুর রকিব, গাছবাড়ী আইডিয়াল ডিগ্রী কলেজের অর্থনীতির প্রভাষক হাবিবুর রহমান, সমিতির সাবেক সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, সহ সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম জিলহাদ প্রমুখ।

পরীক্ষা পরবর্তী এক মতবিনিময় সভায় সূধিজনরা বলেন, বৃহত্তর গাছবাড়ী অঞ্চলের উন্নয়নের সূতিকাগার নামে পরিচিত গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রায় ধারাবাহিকভাবে মেধা বৃত্তি পরীক্ষা পরিচালনা করে এলাকার শিক্ষা বিস্তারে ব্যাপাক ভূমিকা রাখছে৷ সমিতির এ ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে এ প্রত্যাশা সকলের।