রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ইংরেজি তারিখে, কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তন, এলজিইডি সিলেট অঞ্চল, বাগবাড়ি সিলেট এ দুপুর ৩.০ ঘটিকা হতে ৪.৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মো: আজহারুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী,এলজিইডি সিলেট বিভাগ, সিলেট ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী, এলজিইডি, সিলেট অঞ্চল, সিলেট।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব,
কে এম ফারুক হোসেন
নির্বাহী প্রকৌশলী, এলজিইডি সিলেট,
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন :জনাব, মোহাম্মদ ফারুক আহমদ
নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, সিলেট অঞ্চল।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সিলেট এলজিডি কনট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সভাপতি মোঃ মাহমুদুল হোসেন তোফা এবং সাধারণ সম্পাদক, আবুল কালাম সহ এলজিইডি’র উপজেলা প্রকৌশলীগ গণ এবং সিলেট এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর নেতৃবৃন্দ ও সদস্যগণ।
সভায় সকলেই মিলেনিয়াম ইকো ব্লকস্ কর্তৃক উৎপাদিত পণ্য পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আগামী দিনে ফ্যাক্টরিতে উৎপাদিত পণ্যের গুণগত মান অক্ষুন্ন রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।
সভায় মিলেনিয়াম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম স্বপন সবাইকে মিলেনিয়াম ইকো ব্লকস্ কর্তৃক উৎপাদিত পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন এবং সবার সহযোগিতা নিয়ে সিলেটে উৎপাদিত পণ্য সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দিতে ইচ্ছা পোষণ করেন ।তিনি সভায় উপস্থিত সকলকে আশ্বস্ত করেন মিলেনিয়াম ইকো ব্লকস্ কর্তৃক উৎপাদিত পণ্যের গুণগত মান অক্ষুন্ন থাকবে ইনশাআল্লাহ।