সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠী দক্ষিণ সুরমা সিলেটের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠান

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত নভেম্বর ১, ২০২৫
সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠী দক্ষিণ সুরমা সিলেটের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠান

সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠী দক্ষিণ সুরমা সিলেটের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার (৩১ অক্টোবর) রাতে নগরীর বাবনা পয়েন্ট সংলগ্ন রেলওয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠী দক্ষিণ সুরমা সিলেটের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুকিত কয়েছ।
সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর সভাপতি নোমান হোসেন দুলাল এর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক রুহুল আমিন রুহেলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি জালাল উদ্দিন জেসলু, সাধারণ সম্পাদক ইকবাল কামাল, সহ সাধারণ সম্পাদক এমাদ আহমদ, সাংস্কৃতিক সম্পাদক কাকলি দত্ত মুন্নি, সদস্য মুশাহিদ আহমদ, শিপু আহমদ, নাজিম আহমদ, অপু আহমদ, চমক আহমদ, ছাদিকুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন শিল্পী গোষ্ঠীর শিল্পী অরণ্য, স্নেহা, পূজা ঘোষ, বৃষ্টি, অতিশি, ভূমি, লিজা, শ্রেয়া, রাশি, বর্ষা, দেবশ্রী।
অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুকিত কয়েছকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন শিল্পী গোষ্ঠীর নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা সংগীত শিল্পীদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করলে সংগীত অঙ্গন আরো এগিয়ে যাবে উল্লেখ করে বলেন, গান মানুষের মনের খোরাক। গান গেয়ে সঙ্গীত শিল্পীরা মানুষের মনকে প্রফুল্ল রাখেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সঙ্গীত শিল্পীরা গান পরিবেশনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের উৎসাহিত করেছিলেন।
বক্তারা বলেন, সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর নেতৃবৃন্দ সুনামের সাথে ঐতিহ্য ধরে রেখে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। এই সংগঠনের মাধ্যমে অসংখ্য শিল্পী তৈরি হয়েছেন, যারা দেশ-বিদেশে গান পরিবেশনের মাধ্যমে সংগঠনের সুনাম বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশেকে বিশ্বের দরবারে তুলে ধরছেন। আগামীতেও সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর কার্যক্রম আরো গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা। বিজ্ঞপ্তি