আপনারা জানেন, এই নির্বাচনে সিলেট ব্যবসায়ী ফোরাম-এর ব্যানারে আমরা একটি পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে অংশগ্রহণ করছি। মোট দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে একটি প্যানেলের অর্ডিনারি পরিচালক পদে মনোনীত ১২ জনের মধ্যে ২ জনকে নির্বাচন আপিল বোর্ড কর্তৃক বাতিল করা হয়েছে। ফলে আমরা আমাদের বিজয় প্রায় নিশ্চিত জেনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছিলাম।
আপনারা সবাই জানেন যাদের আবেদনের পরিপেক্ষিতে নির্বাচন স্থগিত হয়েছে তাদের সাথে আমাদের সিলেট ব্যবসায়ী ফোরামের নির্বাচন পরিচালনা করমিটি ও প্রার্থীদের কোন সংশ্লিষ্টতা নেই।
গতকাল আমাদের প্রতিপক্ষ প্যানেল সংবাদ সম্মেলন করে যে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনেছেন, আমরা তার প্রতিবাদ জানাই। তাদের উপস্থাপিত তথ্যে কোনো সত্যতা নেই এবং এর সঙ্গে আমাদের সিলেট ব্যবসায়ী ফোরাম-এর কোনো সম্পৃক্ততা নেই।
আমরা লক্ষ্য করেছি, তারা অতীতের আন্দোলনের কিছু ছবি ও ভিডিও দেখিয়ে এবং অনলাইনে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমাদের প্যানেলের সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এটি শুধু অন্যায় নয়, বরং নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার একটি অপচেষ্টা।
আমরা স্পষ্টভাবে জানাতে চাই, সিলেট ব্যবসায়ী ফোরাম চায় নির্ধারিত তারিখ, ১ নভেম্বর, নির্বাচন অনুষ্ঠিত হোক। আমরা ব্যবসায়ীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দৃঢ়-প্রতিজ্ঞ এবং নির্বাচন স্থগিতের ষড়যন্ত্র রুখতে আইনগত পদক্ষেপ গ্রহণ করছি। এখন সময় একে অপরের বিরুদ্ধে নয়, বরং নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধহওয়ার সময়! দুই প্যানেল এখন একসাথে কাজ করলে, তৃতীয় পক্ষের কোনো ষড়যন্ত্রই আমাদের অগ্রযাত্রা থামাতে পারবে না!
পরিশেষে, আমরা গণমাধ্যমের সহকর্মীদের অনুরোধ জানাই, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ভূমিকা রাখবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ।
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী এনামুল কুদ্দুছ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মোঃ নাফিস জুবায়ের চৌধুরী, পরিচালক পদপ্রার্থী আব্দুর রহমান রিপন, মোতাহার হোসেন বাবুল, আব্দুল হাদী পাবেল, সৈয়দ জাহিদ উদ্দিন, মোঃ ইমরান হোসাইন, মোঃ আবুল কালাম,খন্দকার কাওসার আহমদ রবি, মোঃ মাজাহারুল হক, মোঃ নাহিদুর রহমান, কামরুল হামিদ, শামছুর রহমান কামাল, আবু সুফিয়ান।
অ্যাসোসিয়েট শ্রেনীর প্রার্থীদের মধ্যে পরিচালক পদপ্রার্থী জিয়াউল হক, মুক্তাদির হোসেন তাপাদার, মোঃ মামুনুর রশিদ, দিবাকর দাশ ঝোটন,
সাবেক চেয়ারম্যান মোঃ রেহান উদ্দিন রায়হান, ও মেসার্স শাহজালাল এন্টারপ্রাইজের ডিরেক্টর মোঃ ইব্রাহিম খলিল, বিশিষ্ট ব্যবসায়ী মো: কবির উদ্দিন, মমিন মল্লিক মুন্না, আমির উদ্দিন, কাউসার আহমদ প্রমুখ।