ধানের শীষের পক্ষে কাজ করতে যুক্তরাজ্য থেকে সিলেটে এলেন বিএনপির প্রবাসী নেতারা

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৬
ধানের শীষের পক্ষে কাজ করতে যুক্তরাজ্য থেকে সিলেটে এলেন বিএনপির প্রবাসী নেতারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে যুক্তরাজ্য থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির একাধিক প্রবাসী নেতা।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৯ টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান সেন্ট্রাল লন্ডন বিএনপির সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, যুক্তরাজ্য বিএনপির ক্রীড়া সম্পাদক ও সেন্ট্রাল লন্ডন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি শেখ শামসুদ্দীন আহমেদ শামীম এবং সহ-সভাপতি আশরাফুল ইসলাম হীরা।
এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের স্বাগত জানান সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির অর্থ সম্পাদক সালেহ গজনবি, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সেন্ট্রাল লন্ডন বিএনপির সহ-সভাপতি বাবুল মিয়া, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য মতিন বক্স, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া এবং যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোয়ালিহীন করিম চৌধুরীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
বিমানবন্দরে সংক্ষিপ্ত বক্তব্যে আগত নেতারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসে থেকেও তারা সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা মাঠপর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।