সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৫
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে জামান প্লাজার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধন উপলক্ষে এক মনোজ্ঞ ইসামিক গজল সংগীতের আয়োজন করা হয়।
জামান প্লাজার সত্ত্বাধিকার যুক্তরাজ্য প্রবাসী মোঃ ফখরুজ্জামান এর সভাপতিত্বে ও সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আলিম উল্লাহ খান, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতি দক্ষিণ সুরমা সভাপতি মোঃ মোক্তাদির আলী, পূবালী ব্যাংক লিমিটেড মোগলাবাজার শাখা ম্যানেজার এনাম মিয়া, ব্যবসায়ী লুকুজ মিয়া, মঞ্জুর মিয়া, বাহার মিয়া, সিএনজি সেক্রেটারি সেবুল মিয়া, চুনু মিয়া, সালাম মিয়া, লন্ডন প্রবাসী বরকত মিয়া, মখলিছ মিয়া প্রমুখ।
এছাড়া এলাকার মুরব্বিয়ান, ব্যবসায়ী ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ- জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন জামেয়া তয়াককুলিয়া রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা বুরহান উদ্দিন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ফিতা কেটে জামান প্লাজার শুভ উদ্বোধন করেন।
বক্তরা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি। তারা প্রবাসে থাকলেও দেশের কল্যাণ ও উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা করেন। তাদের কষ্টার্জিত অর্থ দেশে বিনিয়োগের মাধ্যমে মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বেকারত্ব দূর করতে ভূমিকা রাখছেন। তাদের মধ্যে অন্যতম যুক্তরাজ্য প্রবাসী ফখরুজ্জামান। তিনি সিলেট শহরের মত গ্রামের বাজারে একটি আধুনিক দৃষ্টিনন্দন মার্কেট তৈরি করে ব্যবসায়ীদেরকে ব্যবসা ক্ষেত্রে উৎসাহিত করেছেন। বক্তারা এই প্রবাসীর মত অন্যান্য প্রবাসীদেরকে বিনিয়োগ করে এলাকার উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com