মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) এ.কে. এম আব্দুল্লাহ’র সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৫
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) এ.কে. এম আব্দুল্লাহ’র সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সিলেট অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব একেএম আব্দুল্লাহ’র সম্মানে গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে শহরের এক অভিজাত হোটেলে বিদায় সংবর্ধনার আয়োজন করে ইংরেজি প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান সিলেট ইংলিশ ল্যাংগুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন গেইট সেল্টা, সিলেট।

গেইট সেল্টার সভাপতি ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু নছর মোহাম্মদ সুফিয়ানের সভাপতিত্বে এবং জৈন্তিয়া ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক ও গেইট সেল্টার সেক্রেটারি আশরাফুল ওয়াদুদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শিক্ষা অফিসার এ. এস. এম. আব্দুল ওয়াদুদ এবং স্কলার্সহোম, শিবগঞ্জ ক্যাম্পাসের অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন।

সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি, সিলেট -এর ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো: সামছুল কবির, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এম. এ আজিজ, দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক মো: শমসের আলী, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সহিদুল আলম, দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আনোয়ার হোসেন, শাহজালাল জামেয়া স্কুল এন্ড কলেজের ইংরেজি প্রভাষক মো: মুহিবুর রহমান, পাড়ারগাঁও আইডিয়াল কলেজ, সুনামগঞ্জ -এর প্রভাষক সাহেদ আহমদ এবং বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, সিলেট জেলার সভাপতি প্রমথেশ দত্ত।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক জসীম উদ্দিন, আব্দুল গফুর স্কুল এন্ড কলেজের ইংরেজি প্রভাষক রুহুল আমিন, গেইট সেল্টার ট্রেজারার রিবলু মিয়া, শাইনিং স্টেপস এর শিক্ষক চন্দ্রা পিয়া দেব এবং বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, সাংবাদিক জয়নাল আবেদীন আজাদ প্রমুখ ।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গুণী শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে বিদায়ী উপ-পরিচালকের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং মহান ম’বুদের কাছে তাঁর সুস্বাস্থ্য ও সুদীর্ঘ জীবন কামনা করে। আমীন।