৩ আশ্বিন, বৃহস্পতিবার। মুরারিচাঁদ (এমসি) কলেজের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মুরারিচাঁদ কবিতা পরিষদ ৪র্থ বারের মতো এই উৎসব পালন করেছেন। সকাল ১১:০০ ঘটিকায় নাঈমুল ইসলাম গুলজার ও অনুশুয়া বিশারদ অতসী‘র সঞ্চালনায় মইনুল হাসান আবির’র সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান।
প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান বলেন, যখন একটি পরিচ্ছন্ন আকাশ হয় তখন আমাদের দৃষ্টিসীমা বিজ্ঞানসম্মত উপায়ে অনেক দূরে চলে যায়। তাই আকাশের উচ্চতা যেন আমাদের মনের গভীরতাকে আরও প্রশস্ত করে। কবিতা চর্চা বা কবিতা লেখা সহজ বিষয় নয় তা মনেপ্রাণে ধারণ করতে পারলে কাব্যিক প্রাণ ফিরে পাবে।
আলোচনা পর্ব শেষে মুরারিচাঁদ কবিতা পরিষদ-এর মুখপত্র “ত্রৈমাসিক জাগরণ” ২২তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয় এর পরেই মুরারিচাঁদ কবিতা পরিষদ সদস্যদের কন্ঠে কোরাস আবৃত্তিতে প্রাণবন্ত হয়ে ওঠে “আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরির খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা” এই শরৎ কবিতা উৎসব-২০২৫।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ গিয়াস উদ্দিন, সম্পাদক, শিক্ষক পরিষদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কবিতা পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রফেসর সুনীল ইন্দু অধিকারী, ফৌজিয়া আজিজ ও অঘ্রাতা সৌরভ। অনুষ্টানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পান্না বসু, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তপতী চৌধুরী, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মোঃ নজরুল ইসলাম ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক শাহনাজ বেগম এবং কলেজের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারন শিক্ষার্থীবৃন্দ।
সাংস্কৃতিক পর্বে মুরারিচাঁদ কবিতা পরিষদ, থিয়েটার মুরারিচাঁদ ও মোহনা সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, গান, একক, দ্বৈত কবিতা আবৃত্তি ও দলগত নৃত্য পরিবেশিত হয়। সাংস্কৃতিক পর্ব শেষে শুভ্র কাশফুলের শুভেচ্ছা জানিয়ে সভাপতি মইনুল হাসান আবির’র সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে স্বাক্ষরিত দায়িত্বপ্রাপ্ত শিক্ষকপ্রফেসর সুনীল ইন্দু অধিকারী ও ফৌজিয়া আজিজ’র সুপারিশকৃত অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান অনুমোদনে ১৩তম নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয় এবং ‘শরৎ কবিতা উৎসব’-২০২৫ সমাপ্তি ঘোষণা করা