বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিলেট জেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ জানুয়ারি মঙ্গলবার বাদ জোহর নগরীর বাগবাড়িস্থ এলজিইডি ভবন সংলগ্ন মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সিলেট জেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মাহমুদুল হোসেন তোফা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম এর পরিচালনায় দোয়া মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি শামীম আহমদ, সহ সভাপতি মামুন আহমদ, যুগ্ম সম্পাদক শাকিল আহমদ খান, সাংগঠনিক সম্পাদক ওলি চৌধুরী, দপ্তর সম্পাদক সুহানুর রহমান সামাদ, কার্যনির্বাহী সদস্য আইনুল্লা, কন্ট্রাক্টর আজিজ আহমদ, ভুট্টু প্রমুখ। এছাড়াও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মচারীবৃন্দ দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকো এর রূহের মাগফেরাত এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত পরিচালনা করেন এলজিইডি মসজিদের ইমাম। বিজ্ঞপ্তি