উচ্চ মাধ্যমিক ও সমমান উত্তীর্ণ শিক্ষর্থীদের অভিনন্দন জানিয়েছেন আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য ড. আবু নাসের জাফর উল্লাহ।
শুক্রবার ১৭ অক্টোবর এক অভিনন্দন বার্তায় ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এইচএসসি ফলাফল শিক্ষার্থীরদের জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। যাদের পরিশ্রমে সাফল্য এসেছে, তাদের আমরা গর্বের সঙ্গে অভিনন্দন জানাই। যাদের ফলাফল প্রত্যাশিত হয়নি, তারা হতাশ হয়ো না, এটি তোমাদের যাত্রার শেষ নয়, বরং নতুন শুরুর সুযোগ। অধ্যবসায় ও আত্মবিশ্বাসই সফলতার আসল চাবিকাঠি। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের পথে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি সর্বদা পাশে থাকবে। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ বলেন, শিক্ষার্থীরা আমাদের গর্ব, তারা যখন ভালো ফলাফল করে, সেটা আমাদের জন্য গৌরবের। কৃতি শিক্ষার্থীরাই এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষার্থীদের স্বপ্নে সাজুক পৃথিবী, পৃথিবী হাসুক তোমাদের সফলতায়। বিজ্ঞপ্তি