সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, পিঠা উৎসব আমাদের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক, যা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। যার মাধ্যমে গ্রামীণ হৃদ্যতা ফিরিয়ে আনে। যুগের সাথে সবকিছু বদলালেও আমাদের পূর্ব পুরুষদের ঐতিহ্য ভুলে গেলে চলবে না, যা আমাদের অহংকার। তিনি শহর-গ্রাম নির্বিশেষে পিঠা উৎসবে পুরোনো দিনের সম্প্রীতির স্মৃতি ফিরিয়ে আনতে বেশি বেশি পিঠা উৎসবের আয়োজন করার আহবান জানান।
তিনি ১১ জানুয়ারি রবিবার দুপুরে সিলেট নগরীর শামীমাবাদস্থ মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ ক্যাম্পাসে গার্হস্থ্য বিজ্ঞান ব্যবহারিক-২০২৬ এর উদ্যোগে আয়োজিত পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবিদুর রহমান এর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ এনামুল হক চৌধুরী সোহেল এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ফলোয়ারা বেগম, গার্হস্থ্য বিজ্ঞান বিভাগের সাবেক প্রধান অধ্যাপক মাহফুজা বেগম, পদার্থ বিজ্ঞানের সাবেক সহযোগী অধ্যাপক নাসিম সুলতানা, ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথী নাগ, পিডিবি স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, গার্হস্থ্য বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক সালমা বেগম, গণিত বিভাগের প্রধান মোঃ আলমগীর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান শেখ মোহাম্মদ মাহমুদ উল্লাহ, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান রহিমা বেগম, অর্থনীতি বিভাগের প্রধান মোছাম্মৎ শাহানা বেগম, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান সামিরা আক্তার, বাংলা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মোঃ আলমগীর হোসেন, দর্শন বিভাগের প্রধান সামিয়া সুলতানা চৌধুরী, পিডিবি স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম লস্কর, গার্হস্থ্য বিজ্ঞানের প্রভাষক সায়মা আক্তার প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, কর্মকতা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও পারিবারিক মিলনকে তুলে ধরে বলেন, পিঠা উৎসব লোকজ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এবং বর্তমান প্রজন্মকে শেকড়ের সাথে যুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিজ্ঞপ্তি