আল্লামা আবদুল লতিফ চৌধুরী ফুলতলী পীর (র.)এর ওফাত বার্ষিকী আজ

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৬
আল্লামা আবদুল লতিফ চৌধুরী ফুলতলী পীর (র.)এর  ওফাত বার্ষিকী আজ

উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ, শামসুল উলামা হযরত আল্লামা আবদুল লতিফ চৌধুরী ফুলতলী পীর (র.)-এর ১৮ তম ওফাত বার্ষিকী আজ (বৃহস্পতিবার )।

এ উপলক্ষে জকিগঞ্জের ফুলতলী ছাহেববাড়ি সংলগ্ন বালাই হাওরে অনুষ্ঠিত হবে বিশাল ইসালে সাওয়াব মাহফিল। ইতিমধ্যে মাহফিলের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।

আজ ভোর  সকাল থেকে আল্লামা ফুলতলী (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হয়েছে মাহফিলের কার্যক্রম। এরপর খতমে কুরআন ও দোয়ার মাধ্যমে শুরু হবে মূল অনুষ্ঠান। এতে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে খতমে বুখারী, খতমে খাজেগান, দালাইলুল খায়রাত শরীফের খতম, যিকর মাহফিল, বিষয়ভিত্তিক বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনা।

মাহফিলে তা’লীম-তরবিয়ত প্রদান করবেন আল্লামা ফুলতলী (র.)-এর সুযোগ্য উত্তরসূরি উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী।

মাহফিলে দেশ-বিদেশের প্রখ্যাত পীর-মাশায়িখ, আলিম-উলামা, ইসলামী শিক্ষাবিদ, চিন্তাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হবেন। হযরত আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (র.) উপমহাদেশে সুপরিচিত এক মহান ব্যক্তিত্ব।