একারাই ইসলামি যুব সংঘের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল মঙ্গলবার

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬
একারাই ইসলামি যুব সংঘের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল মঙ্গলবার

ওসমানী নগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের একারাই গ্রামে ইসলামি যুব সংঘের উদ্যোগে ও এলাকাবাসির আয়োজনে ১৩ তম বার্ষিক ওয়াজ মাহফিল o৬ জানুয়ারী মঙ্গলবার বাদ যোহর হইতে মধ্যে রাত পযর্ন্ত একারাই জামে মসজিদের সামনে মাঠে অনুষ্ঠিত হবে। ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন সমাজ সেবক মোঃ শুকুর মিয়া। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা মুফতি জামিল হোসাইন সালেহী, ঢাকা। প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আব্দুল হালিয়া,ঢাকা। বিশেষ অতিথি হযরত মাওলানা মুর্তজা আলী, আমানত পুরী।
আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা আল- আমীন হানাফী। হযরত মাওলানা রিয়াদুল সালেহী, নেত্রকোনা। হাফেজ ক্বারী আব্দুল কুদ্দুছ,ইমাম ও খতিব একারাই জামে মসজিদ। হাফেজ ক্বারী জুমান আহমদ জামিল,সভাপতি ইসলামি যুব সংঘ একারাই,গোয়ালা বাজার।
উক্ত,ওয়াজ মাহফিলে একারাই ইসলামি যুব সংঘের পক্ষ থেকে  সকলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।