সিলেট নগরীর বালুচরে শান্তিবাগ সোসাইটি বালুচর ক্লাবের সভাপতি লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে শান্তিবাগে সিলেট সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর পদপ্রার্থী, দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার, সিলেট প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক বদরুর রহমান বাবরের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন শান্তিবাগ সোসাইটির সভাপতি লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিশিষ্ট সমাজসেবী বদরুর রহমান বাবর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শান্তিবাগ সোসাইটির সহ-সভাপতি মিজানুর রহমান খান রিজভী, সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ প্রভাষক মোঃ আশরাফুজ্জামান খান, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার চৌধুরী, মুহিবুর রহমান, জুম্মান আহমদ, হাসান আহমদ, সজন খান, নয়ন আহমদ, জুয়েল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা সদূর প্রবাসে থেকেও নাড়ির টানে সবসময় বাংলাদেশের উন্নয়ন ও কল্যাণে সহযোগিতার মাধ্যমে অগ্রণী ভূমিকা রাখছেন। বন্যা, করোনা সহ দেশের যেকোন দূর্যোগে সহয়তা নিয়ে মানুষের পাশে থাকেন প্রবাসীরা। তাদের মধ্যে অন্যতম লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরী। তাঁর মতো অন্যান্য প্রবাসীদেরকে দেশ, জাতি ও সমাজের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি