সিলেট ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫
দয়ামীর ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গন খেলার মাঠে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন।
দয়ামীর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছাব্বির আহমদের সভাপতিত্বে ও প্রভাষক সবুজ বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া কমিটির আহ্বায়ক সহকারি অধ্যাপক মিছবাউদ্দিন। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন জেষ্ঠ প্রভাষক সুহেদা চৌধুরী, প্রভাষক অপর্না আচার্য্য, প্রভাষক শামীম মোল্লা, প্রভাষক তানজিনা রহমান, প্রভাষক পিলু কান্তি দাস, সহকারি লাইব্রেরিয়ান রত্না তালুকদার, খণ্ডকালীন প্রভাষক মমতাজ বেগম, মিঠু দাস, অফিস সহকারি দিদার হোসাইন, সুজন দেবনাথ, শাকিল আহমদ, জাকির আহমদ প্রমুখ।
৩দিন ব্যাপী আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পিঠা উৎসব এবং আভ্যন্তরীন বনভোজনে অংশগ্রহণ করে তাদের প্রতিভার স্বাক্ষর রাখে। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা মন ও শরীরির সুস্থ রাখে। খেলাধুলা ও প্রতিযোগিতায় অংশ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। সুস্থ দেহ গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নেই। বক্তারা বলেন, খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতি প্রতিযোগিতা লেখাপড়ার একটি অংশ। এর মাধ্যমে শিক্ষার্থীর ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়। বক্তারা ক্রীড়াঙ্গনে নিজেকে তৈরি করে জাতীয় পর্যায়ে বিজয়ী হওয়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহবান জানান। বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com
All Rights Reserved-2010-2025