সিলেট ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫
মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের আইকন খেতাবে ভূষিত হয়েছেন প্রবীণ সাংবাদিক ফররুখ চৌধুরীর সুযোগ্য সন্তান সিলেটের গর্ব শাহী চৌধুরী। সিলেট নগরীর খুলিয়াটুলার ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের ছেলে শাহী চৌধুরীর পুরো নাম শাহী ফররুখ মাহমুদ চৌধুরী (মাহি)। আমেরিকায় তিনি সংক্ষেপে শাহী চৌধুরী নামে পরিচিত।
২০১৪ সালে আমেরিকায় পাড়ি দেওয়া কিশোর শাহী চৌধুরী বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের বাফেলো সিটির এশিয়ান উপদেষ্টা পদে দায়িত্ব পালন করছেন। তিনি এশিয়ানদের আমেরিকার মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করার চেষ্টা চালিয়ে যথেষ্ট সুনাম অর্জন করেছেন ।
সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইট অনুষ্ঠানে বক্তৃতা রাখেন শাহী এবং প্রেসিডন্ট জো বাইডেনের কাছ থেকে সম্মাননাও অর্জন করেন। এশিয়ানদের পক্ষে নিরলস কাজ করায় সেখানকার মিডিয়াগুলো শাহী চৌধুরীকে বাংলাদেশীদের আইকন উপাধি দিয়েছে। এ বিষয়ে শাহী চৌধুরী মিডিয়ায় একটি সাক্ষাৎকারও দিয়েছেন।
শাহীর পিতা ফররুখ আহমদ চৌধুরী।”ফখরু সাংবাদিক” নামে যাকে সবাই চেনে। একজন জৈষ্ঠ্য সাংবাদিক।সাংবাদিকতার পেশাগত জীবনে কারো রক্তচক্ষুকে তিনি ভয় করেননি কখনো।কারাবরণ, মামলা, ষড়যন্ত্র কোন কিছুই টলাতে পারেনি অত্যন্ত প্রচার বিমুখ,সাদা মনের সাদাসিধে এ মানুষটিকে।স্পষ্টবাদী ও আপোষহীন একজন সফল ব্যক্তিত্ব।তিনি সংগ্রাম মুখর জীবনে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে সাহসিকতার সাথে কর্ম সম্পাদনে অগ্রণী ভূমিকা পালন করতেন।
ফররুখ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত হত সাড়া জাগানো সাপ্তাহিক সিলেট পত্রিকা।এছাড়া অধুনালুপ্ত সাপ্তাহিক দেশবার্তা পত্রিকা থেকে দৈনিক কাজির বাজার পত্রিকার প্রধান সম্পাদক সহ বিভিন্ন পত্র পত্রিকায় কর্মরত ছিলেন তিনি।এবং এখনো সাংবাদিকতা পেশায় যুক্ত আছেন প্রাজ্ঞ এই সাংবাদিক।বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে সম্পৃক্ততার পাশাপাশি সিলেটের সাংবাদিকদের উন্নয়ন ও কল্যাণেও তিনি কাজ করছেন। করোনাকালে অনেক মানুষকে তিনি সহায়তা করেছেন।তিনি আর্ত মানবতার সেবায় নিবেদিত খয়রুনন্নেছা চৌধুরী বশির আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com