সুনামগঞ্জের জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপনকে উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । গত ২রা সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আসন্ন শতবর্ষ পূর্তি অনুষ্ঠান আয়োজনের সার্বিক সফলতার লক্ষ্যে একটি সমন্বয় পরিষদ ও একটি উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধাত্ম গৃহীত হয় ।
সভায় সর্বসম্মতিক্রমে সমন্বয় পরিষদ ও উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে কিছু সদস্যের নাম প্র¯ত্মাবিত ও গৃহীত হয়। অনুষ্ঠানে সমন্বয় পরিষদের সদস্য সচিব হিসেবে আবুল হোসেন মনোনীত হন এবং পূর্ণাঙ্গ সমন্বয় পরিষদ ও উপদেষ্টা পরিষদ গঠনের জন্য দায়িত্ব লাভ করেন ।
দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি উভয় পরিষদ গঠন এবং এর পরিধির বিষয়ে যথাসম্ভব বিভিন্ন ভাবে বিভিন্ন জনের পরামর্শ গ্রহণ করেছেন। এ সময় প্রায় সকলেই গত সভায় গৃহীত উভয় পরিষদের পরিধি বাড়ানোর ব্যাপারে যৌক্তিক যুক্তি ও মতামত ব্যক্ত করেছেন । এরই প্রেক্ষিতে তিনি গত প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি এবং সভায় উপস্থিত সম্মানিত সিনিয়র ব্যক্তিবর্গের পরামর্শ ও অনুমতি ক্রমে নিন্মে বর্নিত সমন্বয় পরিষদ ও উপদেষ্টা পরিষদ ঘোষণা করেছেন।
জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সমন্বয় পরিষদ
সমন্বয়ক :
১. মোঃ আশিকুল হক, ২. আবু সুফিয়ান চৌধুরি, ৩. মোঃ এম এ কাদির, ৪. তৌফিক আলি মিনার, ৫. মনোয়ার হোসেন টিপু, ৬. মোঃ বশির মিয়া, ৭. শফিউল আলম বাবু, ৮. হোসেন আহমদ, ৯. সালাহ উদ্দিন মিছবা, ১০. মোঃ ছুরম্নক মিয়া, ১১. ফারম্নক আহমদ, ১২. আজিজুর রহিম মিছবা, ১৩. সিরাজ উদ্দিন, ১৪. শামসুজ্জামান ঝুনু, ১৫. আবুল কালাম রাজু, ১৬. সুজাতুর রেজা সুজাত, ১৭. জাকির হোসেন, ১৮. বদরম্নল ইসলাম রফু, ১৯. নজরম্নল ইসলাম চৌধুরী খোকা, ২০. সব্বির আহমদ খান, ২১. শাকিল আহমদ ।
সদস্য সচিব : মোহাম্মদ আবুল হোসেন
সদস্য : জুনেদ আহমদ, মির্জা নিকসন, সামছুল ইসলাম রাজন, আকিকুর রহমান চৌধুরী, মাছুম আহমদ, রাজু আহমদ, মোঃ নূর মিয়া, আব্দুল মতিন লাকি, মিজানুর রহমান, কাজল মিয়া, আশরাফুল হুদা বাবুল, তুহিন আহমদ, রিজিক হাসান, ইমরম্নল হক হীরক, আবুল হোসেন (কেশব পুর), দবির আহমদ, কামাল হোসেন, ওয়াদুদুর রহমান মাখন, ইকবাল হোসেন, কবির আহমদ, কামরম্নজ্জামান জুয়েল, ফরিদ আহমদ, তছকির আলী, মামুনুর রশিদ, আওলাদ হোসেন, লুৎফুর রহমান, রবিউল আলম নানু, আবু তারেক শিপন, সাজিদুর রহমান, আনছার মিয়া, জুলহাস হক চৌধুরি, মোঃ শাহ আলম, এমরানুল হক, আতর আলী, মোঃ জাহিদ হোসেন লিটন, দুলদুল বারি, মিশকাত উদ্দিন মিশু, শাহ মোঃ মনির, আব্দুল কাদির, মোঃ সুমন চৌধুরী, জালাল আহমদ, রিপন ভুঁইয়া, লাহিন আকরাম, দিলোয়ার হোসেন, সোহেল ভুঁইয়া, তাইফ সারওয়ার কলিন, আল-আমিন, সায়েদ চৌধুরী (পিকলু), আবু খালেদ, রুবেল আহমদ, মুহিত মুনির, আমিনুল হক ওয়েছ, মো সুমন আহমদ (হবিবপুর), আল আমিন রুম্মান, মোঃ আলিফ মিয়া, জাকির হোসেন (হরিহরপুর), আবুল খায়ের, ওয়ারকান হাসান, সায়মন হোসাইন, মির্জা তামিম, তানজিরুল হক ইবন, জাকারিয়া আহমেদ, জয়নাল আবেদীন, আশরাফুল হক সুমন, আলমগির হোসেন, জোবের আহমদ, জাকারিয়া হোসেন, শাহরিয়ার পায়েল, মামুন মিয়া ।
উপদেষ্টা পরিষদ :
১. আব্দুল মুকিত চুনু (এম বি ই ), ২. আব্দুল কাইয়ুম চৌধুরি, ৩. মির্জা ফারুক মিয়া, ৪. এস আই আজাদ আলী, ৫. আনোয়ার হোসেন, ৬. মোঃ ইছরাক আলী, ৭. হেলাল রহমান, ৮. সাজ্জাদুর রহমান পাবেল, ৯. হারুন মিয়া, ১০. আবুল খায়ের, ১১. সায়েক আহমদ, ১২. মোঃ দরছ উল্লাহ , ১৩. লুৎফুর রহমান, ১৪. বেলালুর রহমান, ১৫. জুনেদ আহমদ, ১৬. সুলুক আহমদ, ১৭. নুর মিয়া, ১৮. প্রফুল্ল দাস, ১৯. বিশাল দে গৌরা, ২০. এনামুল হক চুনু, ২১. নাজমুল ইসলাম লিজু, ২২. মোঃ শুয়েব তালুকদার, ২৩. মোঃ মুহিদুল্লাহ, ২৪. ব্যারিষ্টার জয়নাল আবেদীন, ২৫. বোরহান উদ্দিন ছফি, ২৬. আজহারুল হক শিশু, ২৭. মোস্তাব আলী, ২৮. মিজানুর রশীদ ভূঁইয়া, ২৯. মোঃ আব্দুল মুকিত, ৩০. সাদিক মিয়া, ৩১. আমজাদ হোসেন কুটি ।