খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নব-নির্বাচিত সভাপতি শাফিল উদ্দিন কবির ও সেক্রেটারি সুহেল মুরাদ এবং সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম কয়েছ সহ নির্বাচিত সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্য, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, মানব সেবায় নিবেদিত সফল প্রতিষ্ঠান খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে বিগত ২ বছরে সিলেটের খোজারখলায় সেবামূলক কাজে প্রায় ২৭ লক্ষ টাকা দান ও অনুদানের মাধ্যমে ব্যয় করেছে। এটা দেশের মানুষের প্রতি প্রবাসীদের ভালবাসার নিদর্শন। সংগঠনের নেতৃবৃন্দের অন্তরিকতা, সঠিক ও সফল ভাবে দায়িত্ব পালন করায় তাদেরকে পুনরায় নির্বাচিত করা হয়েছে। প্রবাসী সাব্বির আহমদ দেশ, জতি ও মানুষের কল্যাণে খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র মত অন্যান্য সংগঠন ও বিত্তবানদেরকে এগিয়ে আসার আহবান জানান।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর রোববার ইস্ট-লন্ডনের ‘তারাতারি’ অভিজাত রেস্টুরেন্টে খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের উপদেষ্টাবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র পূর্বের কমিটিকে পুনরায় নতুন করে অনুমোদন দেওয়া হয়।