সিলেট ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০০ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৫
বিশ্বব্যাপী অবস্থানরত বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা বাসীর সার্বিক উন্নয়ন সহ ইতিহাস ঐতিহ্য আকড়ে ধৱে নতুন ধ্যান ধাৱনা ও পাৱস্পৱিক শ্ৰদ্ধা সৌহৃদ্য নিয়ে সম্পূৰ্ণ অরাজনৈতিক সেতু বন্ধন মুলক একটি সামাজিক উন্নয়ন মুলক সংগঠন, “ভয়েজ অব জগন্নাথপুর” মংগলবার ৬ মে লন্ডনের ক্যাবল ষ্ট্রীটস্থ একটি আবাসিক রেষ্টুরেন্টে এক সভা অনুষ্টিত হয়।
যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা প্রবীন সমাজসেবী ও শালীশি ব্যক্তিত্ব সংগঠনের আহবায়ক জনাব জুনায়েদ আহমদ সুন্দরের সভাপতিত্বে এবং মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক ও কমিউনিটি নেতা সংগঠনের সদস্য সচিব আলহাজ্ব তৌফিক আলী মিনারের সঞ্চালনায় ও মোহাম্মদ ফখর উদ্দিন আহমদের পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে সভা অনুষ্টিত হয়।
সভায় অংশগ্রহণ করে সংগঠনের বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন ভয়েজ অব জগন্নাথপুর এর আহবায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্যে সর্ব জনাব শাহ জিল্লুল করিম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক সিভিক মেয়র কাউন্সিলার দরছ উল্লাহ, কমিউনিটি নেতা শাহ সাইদুর রহমান, কমিউনিটি নেতা বদর উদ্দিন শামসুদ্দীন,কমিউনিটি নেতা মোহাম্মদ সাজ্জাদুর রহমান, সৈয়দ আশফাক আহমেদ।
বক্তারা সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে বক্তব্যের পর উপস্থিত আগতদের মধ্যথেকে প্রশ্নকারীদের উত্তর প্রদান করেন সংগঠনের উদ্যোক্তা ও আহবায়ক প্রবীণ কমিউনিটি নেতা জনাব জুনায়েদ আহমেদ সুন্দর।
সভায় বৃটেনে বসবাসরত জগন্নাথপুর উপজেলার কমিউনিটি নেতৃবৃন্দের বক্তব্য রাখেন কমিউনিটি নেতা শামীম আহমেদ, কমিউনিটি নেতা সালেহ আহমেদ চৌধুরী আলফু, কমিউনিটি নেতা মোহাম্মদ চন্দন মিয়া, কমিউনিটি নেতা শেখ ফারুক আহমেদ, কমিউনিটি নেতা পীর আব্দুল কাইউম,কমিউনিটি নেতা মো: ফজলুল হক,কমিউনিটি নেতা মো: জামাল উদ্দিন আহমেদ, কমিউনিটি নেতা নেসারুল হক,কমিউনিটি নেতা ফখর উদ্দিন আহমেদ, কমিউনিটি নেতা মো:দবির মিয়া,কমিউনিটি নেতা আব্দুল কাদির, কমিউনিটি নেতা মাহবুবুর রহমান কোরেশি, কমিউনিটি নেতা মো: আবুল খায়ের, কমিউনিটি নেতা এম,এফ,উদ্দিন ফখরুল, কমিউনিটি নেতা মো: হাবিবুর রহমান, কমিউনিটি নেতা মো: শাহাব আলী।
সভায় উপস্থিতির অনুশোচনা ও অপারগতা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলার অনেক গুণিজন।
সভায় অংশ গ্রহণ কারীদের উদ্দেশ্যে সম্পুর্ন ভিন্ন আংগিকে সতন্ত্র ও অরাজনৈতিক সামাজিক সংগঠন “ভয়েজ অব জগন্নাথপুর” নামে প্রতিষ্ঠানটির সদস্য সংগ্রহ ইতোমধ্যে শুরু করা হয়েছে। অচিরেই সংগঠনের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে এবং মেম্বারশিপ ফরম পুরন করে নির্ধারিত ফি এর মাধ্যমে সদস্যপদ গ্রহণের আহবান জানানো হয়।
আহবায়ক জনাব জুনায়েদ আহমদ সুন্দর উপস্থিত সকলকে আহবায়ক কমিটির পক্ষ্য থেকে ভুয়সী প্রসংশা করে সংগঠনের কার্য্যক্রম চালিয়ে যাবার পরামর্শ ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহ ও বৈশ্বিক মহামারীতে জগন্নাথপুর উপজেলার যারা পৃথীবি
থেকে বিদায় নিয়েছেন, আপনজন হারিয়েছেন সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও সকলের সুস্থতা কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com
All Rights Reserved-2010-2025