সিলেট ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫
লন্ডন প্রতিনিধি :
যুক্তরাজ্যে নব নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মিসেস আবিদা ইসলামের সাথে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউ কে-র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ মত বিনিময় গত ১৭ ফেব্রুয়ারী লন্ডনস্থ দূতাবাস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মত-বিনিময় সভায় বিগত ৩৩ বছরের কমিউনিটির উন্নয়নে কাজ করা বৃটেনের বাংলাদেশীদের সর্ব বৃহত সামাজিক ও চ্যারিটি সংগঠন জি এস সি’র জাতীয় ও আন্তর্জাতিক ভাবে বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সংগঠনের অবদান তুলে ধরেন সংঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বৃটেনের বাংলাদেশী কমিউনিটির নানা ইস্যু বিশেষ করে বাংলাদেশে প্রবাসীদের নিজেদের সম্পত্তি ভুমিকেখোদের জবর দখল, বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের হয়রানী বন্ধ, বাংলাদেশ বিমানের লাগামহীন যাত্রীভাড়া, সিলেট বিমানবন্দর কে আন্তর্জাতিক বিমান বন্দরে রুপান্তরিত করা, প্রবাসীদের ভোটাধিকার, নো-ভিসা রিকোয়ার্ড ফি ৭০ পাউন্ড থেকে ৫০ পাউন্ডে নির্ধারণ করা, এমআরপি পাসপোর্ট সহজ পদ্ধতিতে প্রদান্যোগ্য সহ বিভিন্ন দাবি তুলে ধরে হাইকমিশনারের সহযোগিতা চাইলে হাই কমিশনার মিসেস আবিদা ইসলাম জিএসসিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান সহ
ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন দৃঢ়করণে জিএসসি ও হাইকমিশন যৌথভাবে কাজ করবে বলে মতবিনিময় সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
এছাড়া বাংলাদেশের বিভিন্ন দুর্যোগকালীন সহযোগিতাসহ জিএসসি ঈদ স্মাইল প্রজেক্ট এবং ওমেন ট্রেনিং সেন্টারের মাধ্যমে শত শত বেকার ও সুবিধা বঞ্চিতদের সহযোগিতা করে আসছে বলে মতবিনিময় সভায় তুলে ধরা হয়। হাইকমিশনার মিসেস ইসলাম জিএসসির বহুমুখী কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন এবং এধরনের কার্যক্রম অব্যাহত রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ও ব্যক্ত করেন।
এছাড়া নেতৃবৃন্দ বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সার্ভিস প্রদানে স্থানীয় জনসাধারণের সুবিধার্থে পূর্ব -লন্ডনস্থ জিএসসির কেন্দ্রীয় অফিস কক্ষ জনস্বার্থে ব্যবহার করার ও আহবান জানানো হয়।
এছাড়া বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সার্ভিস লন্ডনস্থ দূতাবাসের বেইসমেন্টে সেবাপ্রদানে বয়োবৃদ্ধ ও ডিসেবল মানুষের জন্য গমনাগমন কষ্টকর ও পীড়াদায়ক, তাই সেবাগ্রহীতারা ব্যাসমেন্ট থেকে উপরের যেকোন ফ্লোরে স্থানান্তর করার দাবী ও এনআইডি কার্ড প্রদানের সার্ভিস সহজ করার ও আহবান জানান।
মত-বিনিময়কালে যুক্তরাজ্যের জি এস সি’র শীর্ষ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জিএসসি’র কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার জনাব আতাউর রহমান, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার জনাব খছরু খাঁন, কেন্দ্রীয় ট্রেজারার বিশিষ্ট শিক্ষাবিদ জনাব সালেহ আহমদ, জিএসসি কেন্দ্রীয় সাবেক সেক্রেটারি জেনারেল মির্জা আসহাব বেগ, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল সিনিয়র সাংবাদিক আলহাজ্ব তৌফিক আলী মিনার, কেন্দ্রীয় ভাইস চেয়ারপার্সন জনাব আরজু মিয়া -এম বি ই, কেন্দ্রীয় ভাইস চেয়ারপার্সন জনাব আব্দুল মালিক, জি এস সি সাউথ ওয়েস্ট রিজিওনের চেয়ারপার্সন জনাব সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল, নর্থ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন জনাব রাজিব বাসিত, ইস্ট মিডল্যান্ড রিজিওনের চেয়ারপার্সন ব্যারিস্টার জনাব আব্দুল মজিদ তাহের, চেস্টার নর্থ ওয়েলস রিজিওনের চেয়ারপার্সন জনাব আজাদ উদ্দিন, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সাবেক চেয়ারপার্সন জনাব ইসবাহ উদ্দিন, সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার ও কেন্দ্রীয় প্রেস সেক্রেটারি জনাব সুফী সুহেল আহমদ, জিএসসির কেন্দ্রীয় স্পোটর্স সেক্রেটারি জনাব আবদুল মালিক কুটি, সাংবাদিক আবদুল আজাদ, সাংবাদিক খালেদ মাসুদ রনি ও বাংলাদেশ দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্ধ।
মতবিনিময় শেষে নব নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মিসেস আবিদা ইসলামকে গ্রেটার সিলেট কাউন্সিল এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com