সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪
যুক্তরাজ্যের কভেন্টির সেন মাইকেল ওয়ার্ডের উপ-নির্বাচনে সানজিদা জব্বার প্রথম বাঙালি মহিলা কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, সিলেটের বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী কভেন্টির কাউন্সিলর আব্দুল জব্বার এর মেয়ে সানজিদা জব্বার কাউন্সিলর নির্বাচিত হওয়ায় বাঙালি কমিউনিটির মধ্যে আনন্দ বিরাজ করছে।
সানজিদার নেতৃত্বের কভেন্টির সেন মাইকেল ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম আরো গতিশীল হবে। উপ-নির্বাচন চলাকলে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ সহ বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ সানজিদার পক্ষে নির্বাচনী কার্যক্রমে আন্তরিক ভাবে কাজ করায় সে বিজয়ী হয়েছে।
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ বলেন, সানজিদা জব্বার কাউন্সিলরের দায়িত্ব দক্ষতা ও সুনামের সাথে পালনের মাধ্যমে যুক্তরাজ্যে বাংলাদেশের মুখ আরো উজ্জ্বল করবে বলে আশাবাদী।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর যুক্তরাজ্যে কভেন্টির সেন মাইকেল ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com