মেরিট গার্ডেন গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৫
মেরিট গার্ডেন গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন

কানাইঘাটের গাছবাড়ীস্থ মেরিট গার্ডেন গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আজ সোমবার (২৪ নভেম্বর) প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বির আহমদ।
তিনি তাঁর বক্তব্য শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, যে কোনো কিছুতে জেদ বা দৃঢ় সংকল্প থাকলে ভবিষ্যতে স্বপ্ন পূরণে এবং সফল হতে সাহায্য করবে। তিনি আরও বলেন, সুশিক্ষা অর্জন, নৈতিক মূল্যবোধ, নিয়মানুবর্তিতা এবং সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার প্রতি শিক্ষার্থীদের গুরুত্ব দিতে হবে।

শিক্ষক কাওছার আহমদের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মেরিট গার্ডেন গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বোরহান উদ্দিন।

প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাস্টার বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিন, গাছবাড়ী আইডিয়্যাল কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, গাছবাড়ী মডার্ণ একাডেমির প্রধান শিক্ষক শফিকুর রহমান,বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, সিলেট জজ কোর্টের এপিপি খায়রুল আলম বকুল,গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির সভাপতি এনামুল হক।

শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক মাহবুব হোসাইন।

অনুষ্ঠানে মনোমুগ্ধকর নাটিকা, সংগীত ও গান পরিবেশন করেন শিক্ষার্থীরা। “যৌতুককে না বলি” শীর্ষক নাটিকা উপস্থিত সকলের মন জয় করে এবং অতিথিরা নাটিকা দলকে বিভিন্নভাবে তাৎক্ষণিক পুরস্কৃত করেন।

অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।