সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের উদ্যোগে ৩টি মাদরাসায় ৬ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে। গত শনিবার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরের জামেয়া সৈয়দপুর দারুল হাদিস টাইটেল মাদরাসায় ৪ লক্ষ টাকা, শামছিয়া হাফিয়া বালিকা মাদরাসায় ১ লক্ষ টাকা ও শাহ শামসুদ্দিন বালিকা মাদরাসায় ১ লক্ষ টাকা পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয়েছে।
শামছিয়া সমিতি লন্ডনের সভাপতি সৈয়দ জিল্লুল হক, ভাইস চেয়ার শেখ আদরাফুল ইসলাম, শহিদ হায়দার, সদস্য সৈয়দ মাহমুদ হুসেন, সৈয়দ কবির আহমদ, হাফিজ শেখ মুস্তাক আহমদ পৃথক অনুষ্ঠানে উপস্থিত হয়ে উক্ত ৩টি মাদরাসা কর্তৃপক্ষের কাছে নগদ অনুদান প্রদান করেন।
জামেয়া সৈয়দপুর দারুল হাদিস টাইটেল মাদরাসায় ৪ লক্ষ টাকা প্রদানকালে উপস্থিত ছিলেন, জামেয়ার মুহতামিম হাফিজ মাওলানা শায়খ সৈয়দ ফখরুল ইসলাম, শায়খুল হাদীস মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক, নাজিমে তালিমাত মাওলানা সৈয়দ মছরুর আহমদ কাসেমী, সিনিয়র মুহাদ্দিস মাওলানা সৈয়দ মইনুল ইসলাম কাসেমী, মুফতি সৈয়দ শামীম আহমদ।
শামছিয়া হাফিয়া বালিকা মাদরাসায় ১ লক্ষ টাকা অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন মাদরাসার মুহতামিম মাওলানা সৈয়দ আবু আলী, মুহাদ্দিস মাওলানা মুজিবুর রহমান, মাওলানা সৈয়দ নাজিম আহমদ।
শাহ শামসুদ্দিন রহ: বালিকা মাদরাসায় ১ অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন মাদরাসার নির্বাহী মুহতামিম হাফিজ মাওলানা মুহিবুর রহমান, মাওলানা আজিজুর রহমান আরেফি, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা শামসুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ বদরুল ইসলাম খান, সৈয়দ হোসাইন আহমদ, মাওলানা সৈয়দ আবিদ আহমদ প্রমুখ।
উল্লেখ্য মাদরাসাগুলোতে অনুদানের টাকা শ্রম ও সময় দিয়ে যারা সংগ্রহ করেছেন তারা হচ্ছেন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের উপদেষ্টা মাষ্টার সৈয়দ শহিদুল ইসলাম, সাবেক সভাপতি আহমদ কুতুব, সাবেক সেক্রেটারী সৈয়দ রফিকুল হক দলা, শেখ সফিক মিয়া, সৈয়দ সফর আলী, সমিতির ট্রেজারার সৈয়দ সোহেল আহমদ, সৈয়দ বিলাল আহমদ, মাওলানা সৈয়দ তামীম আহমদ, সাদিকুর রহমান কোরেশি, সৈয়দ সোহেল আহমদ লিডস, জামান সৈয়দ নাসের, সৈয়দ আমিরুল ইসলাম আনা প্রমুখ।
অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডন প্রতিষ্ঠান লগ্ন থেকে দেশ, জাতির কল্যাণ ও এলাকার উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা, মানব সেবা সহ সর্বক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে ভূমিকা রাখছে। তারই ধারাবাহিকতায় তিনটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে ৬ লক্ষ টাকা অনুদান প্রদান করা একটি মহতী কাজ। বক্তারা এই সমিতির পক্ষ থেকে এ ধরনের কল্যাণমূলক কাজ অব্যাহত রাখাতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান।
অনুষ্ঠানে সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ এবং সমিতির প্রতিষ্ঠাকালীন মরহুম মুরব্বীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সৈয়দপুর হাফিজিয়া দারুল হাদীস টাইটেল মাদ্রাসার মোহতামিম শায়েখ হাফিজ মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম। বিজ্ঞপ্তি