সিলেট ৪-আসনে দশ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন বলেছেন বিজয়ী হলে বেকারত্ব ঘোচাতে কর্মসংস্থানের ব্যবস্থা করব। তিনি বলেন বৃহত্তম জৈন্তিয়া র মহাল সামিল জলকর ফিরে এনে জনগনের হাতে তুলে দেব। শিক্ষা চিকিৎসা ও যোগাযোগের ক্ষেত্রে সর্বাগ্রে গুরুত্ব দেব। ২৭ জানুয়ারী সন্ধ্যায় উপজেলার লাফনাউট বাজারে স্থানীয় পূর্ব আলীরগাঁও ইউনিয়ন জামায়াতের উদ্যোগ দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে আয়োজিত পথসভায় প্রদান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেনের সভাপতিত্বে ও ছাত্রনেতা আরিফুল ইসলাম এবং সাদিকুর রহমানের যৌথ পরিচালনায় এতে প্রদান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমেদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মাসুক আহমদ, জেলা পেশাজীবি ফেডারেশনের সহসভাপতি কৃষিবিদ সাইদুর রহমান, জেলা শিবিরের সভাপতি আবু আইয়ুব, জেলা শিবিরের সাবেক সেক্রেটারী আনোয়ার হোসাইন, উপজেলা শিবিরের সাবেক সভাপতি আহমেদ আল মাসুদ, যুবনেতা জালাল উদ্দীন ও মাওলানা রাসেল আশ্রফী, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নুরুজ্জামান প্রমুখ।
ছবি ক্যাপশনঃ গোয়াইনঘাটে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখছেন দশ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন।