সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত এবং ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমানের দাঁড়িপাল্লার সমর্থনে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ জানুয়ারি রবিবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট-১ আসনে জামায়াত এবং ১০ দলীয় জোট এর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক হাফিজ আব্দুল হাই হারুন।
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর সভাপতি নজরুল ইসলাম মারুফ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হাফিজ রেদওয়ান আহমদ। বক্তব্য রাখেন বিশিষ্ট শ্রমিক নেতা শাহজাহান সিরাজ, রিক্সা শ্রমিক ইউনিয়নের ৬নং ওয়ার্ড সভাপতি শহীদ বক্স, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, ৭নং ওয়ার্ড সভাপতি আক্কাস আলী, সাধারণ সম্পাদক খালেদ নুর, ৮নং ওয়ার্ড সভাপতি পংকি মিয়া, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, ৯নং ওয়ার্ড সভাপতি মখলেছুর রহমান পাটোয়ারী, ১০নং ওয়ার্ড সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ১১নং ওয়ার্ড সভাপতি সালেক মিয়া, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, ১২নং ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ২০নং ওয়ার্ড সভাপতি ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক রাজু আহমদ, ২২নং ওয়ার্ড সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ২৪নং ওয়ার্ড সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আবুল হোসেন, ২৬নং ওয়ার্ড সভাপতি মিলন আহমদ, সাধারণ সম্পাদক বাবুল মিয়া, ৩২নং ওয়ার্ড সভাপতি হারুনুর রশিদ, ৩৪নং ওয়ার্ড সভাপতি মুসলিম মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ৩৬নং ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ৩৮নং ওয়ার্ড সভাপতি নূর মিয়া, সাধারণ সম্পাদক রোমান মিয়া, ৩৯নং ওয়ার্ড সভাপতি শুক্কুর আলী, সাধারণ সম্পাদক এনামুল হক, শ্রমিক নেতা বাহার উদ্দিন, মোবারক আলী, সরওয়ার হোসেন, আবুল কালাম প্রমুখ। এছাড়াও নগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা।
সমাবেশে বক্তারা শ্রমিকবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী মাওলানা হাবিবুর রহমানকে দাঁড়িপাল্লার ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, দাঁড়িপাল্লা শ্রমজীবী মানুষের অধিকার ও ন্যায়ের প্রতীক। এই প্রতীকের বিজয়ের মাধ্যমে শ্রমিক সমাজের ন্যায্য দাবি আদায় বাস্তবায়ন হবে। বক্তারা বলেন, রিকশা শ্রমিকরা দীর্ঘদিন ধরে নানা বৈষম্য ও বঞ্চনার শিকার ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। দাঁড়িপাল্লার প্রার্থীরা শ্রমিকদের দুঃখ-কষ্ট বোঝেন, তারা সবসময় শ্রমজীবী মানুষের সুখে দুঃখে পাশে আছেন। তাই আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমানকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি