ইনক্লুসিভ আই হসপিটালের সহায়তায় ওয়াদুদ ময়মুন্নেছা ফাউন্ডেশনের ফ্রি চক্ষু সেবা প্রদান

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৫
ইনক্লুসিভ আই হসপিটালের সহায়তায় ওয়াদুদ ময়মুন্নেছা ফাউন্ডেশনের ফ্রি চক্ষু সেবা প্রদান

‎‎মানব কল্যাণে নিবেদিত প্রতিষ্ঠান ওয়াদুদ ময়মুন্নেছা ফাউন্ডেশন এর উদ্যোগে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার অন্তর্গত বড়লেখা উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় এবং দর্রিদ পরিবারের পাঁচ শতাধিক রোগীদের নিয়ে ফ্রি চক্ষু ক্যাম্প সেবা পরিচালনা করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বড়লেখা উপজেলার বর্ণী ইউনিয়নের পাকশাইল গ্রামে ওয়াদুদ ময়মুন্নেছা ফাউন্ডেশন পরিচালিত ফ্রি ফ্রাইডে ক্লিনিকে সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইনক্লুসিভ আই হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকগন রোগীদের চক্ষু পরীক্ষা করে ফ্রি চশমা ও ঔষধ প্রদান করা হয়। এছাড়াও ২৬ জন রোগীকে চোখের ছানি অপারেশন করার প্রাথমিকভাবে বাছাই করে তাৎক্ষনিক সিলেট শহরের দক্ষিন সুরমায় অবস্থিত সিলেট ইনক্লুসিভ আই হাসপাতালে ফাউন্ডেশনের নিজস্ব তত্ত্বাবধানে নেওয়া হয়।
‎চক্ষু ক্যাম্পে ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন একে এম ফারুক, মাহমুদা ফারহীন, রুবিনা আফরোজ মুনা, কদর, সবু, হিজাজুর রহমান মসনু রুহুল, আল আমিন, সুবাহা মানহা এবং সিলেট ইনক্লুসিভ আই হাসপাতাল থেকে ডা: মুস্তাফিজুর রহমান, ডা. বায়োজিদ আলম, সাজু, অলক, কর্নিক, বাপুন, জয়নাল ও কাওছার।
‎উল্লেখ্য, প্রয়াত মা বাবার স্মরণে মরহুম এম এ ওয়াদুদ ও মরহুমা ময়মুন্নেছা খানমের সাত ছেলে-মেয়ে যৌথভাবে “ওয়াদুদ ময়মুন্নেছা ফাউন্ডেশন” সমাজসেবার উদ্দেশ্যে ২০০৫ সালে এটি প্রতিষ্ঠা করেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান একে এম ফারুক, সিনিয়র ভাইস চেয়ারপারম্যান ফৌজিয়া মাহমুদ, নির্বাহী চেয়ারম্যান ডাঃ একেএম রাজ্জাক, কোষাধ্যক্ষ এডভোকেট একেএম বদরুদ্দোজা এবং সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) নুরুন্নাহার ফাতেমা বেগম, এসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল শামসুন্নাহার ফাহমিদা, অফিস সেক্রেটারি রুবিনা আফরোজ মুনা, প্রজেক্ট সেক্রেটারি মাহমুদা ফারহীন এবং স্বেচ্ছাসেবক এমএ ওয়াদুদ ও ময়মুন্নেছা খানমের পরিবারের অন্যান্য সকল নাতি এবং নাতিনগণ।
‎ওয়াদুদ ময়মুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিগত দিনে ফ্রি ফ্রাইডে ক্লিনিক কার্যক্রমের আওতায় প্রতি শুক্রবার সকাল থেকে একজন চিকিৎসক, একজন সহকারী ও একজন ফাউন্ডেশন স্বেচ্ছাসেবকের সমন্বয়ে বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামে ১০০ থেকে ১২০ জন রোগীকে নিয়মিত বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। ২০১২ ইং সাল থেকে শুরু করে এখনও নিরবচ্ছিন্নভাবে চলছে এই সেবা কার্যক্রম। বর্তমানে পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্টার লক্ষে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। প্রতি বছরের পহেলা বৈশাখে ২৫ জন ছেলেকে বিনামূল্যে মুসলমানী দেয়া হয়। ওসমানী মেডিকেলের শিশু বিভাগের ৩-৪ জন সার্জন এতে অংশগ্রহণ করেন। এছাড়াও শিশুদের হৃদরোগ আছে কিনা তার জন্য বছরে একবার ফ্রি হার্ট স্ক্রিনিং ক্যাম্প পরিচালনা করা হয়। এতে অধ্যাপক একেএম রাজ্জাক ও শিশু হৃদরোগ বিশেষজ্ঞ এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) নুরুন নাহার ফাতেমা সহ পরিবারের অন্যান্য ডাক্তার ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন। উন্নত চিকিৎসার প্রয়োজনে যে কোন সহায়তা প্রত্যাশী দুস্থ রোগীদের সাধ্যমত চিকিৎসা ও অন্যান্য সহায়তা প্রদান হয়। চাইল্ড হার্ট ট্রাষ্ট সহ অন্যান্য সংগঠনের সাথে মিলে স্বাস্থ্য সেবামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়। দূর্ঘটনা ঘটলে জরুরি স্বাস্থ্য সেবা কিভাবে দিতে হবে তার উপর নির্মীত ৪ টি তথ্যচিত্র দেশব্যাপী প্রচার নিয়মিত করা হয়। গরীব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শীতকালীন কম্বল ও গরম কাপড় বিতরণ, বাংলাদেশ পেডিয়াট্রিক্স এসোসিয়েশন এর সাথে মিলে শিশু চিকিৎসা ও গবেষণায় অবদানের জন্য প্রতি বছর একজন নবীন ডাক্তারকে গোল্ড মেডেল ও নগদ অর্থ প্রদান করা হয়। বিদেশি দাতা সংস্থার সাথে বিভিন্নভাবে যৌথ উদ্দ্যোগে গরিব রোগীদের চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা এবং মরহুম এম এ ওয়াদুদের পৈত্রিক নিবাস বড়লেখার পাকশাইল গ্রামের দরিদ্র মানুষের সেবায় যেকোনো সহায়তা প্রদান করা হয়ে থাকে। ‎ফাউন্ডেশনের কার্যক্রম মূলত এর সদস্যদের আর্থিক অনুদানে পরিচালনা করা হয়। এছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান চাইলে সহায়তা করতে পারবেন।