অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, আজকের এই কর্মশালা নবীন ও তরুণ সংবাদকর্মীদের পেশাগত দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ভবিষ্যৎ সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করবে।

শনিবার (১৫ নভেম্বর) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গোলাপগঞ্জ উপজেলা শাখা ও জিবি বার্তার যৌথ উদ্যোগে গোলাপগঞ্জের প্রথম অনলাইন টিভি জিবি টেলিভিশনের হলরুমে আয়োজিত দিনব্যাপী এই কর্মশালায় গোলাপগঞ্জ উপজেলা ছাড়াও বিয়ানীবাজার, কানাইঘাট, গোয়াইনঘাট ও পার্শ্ববর্তী উপজেলার অন্তত ৫০ জন প্রবীণ ও তরুণ সংবাদকর্মী অংশ নেন।
সাংবাদিকতায় নৈতিকতা, তথ্য-প্রমাণ যাচাই, ডিজিটাল সাংবাদিকতা, অনুসন্ধানী রিপোর্টিং, নিউজরুম ব্যবস্থাপনা, সংবাদ উপস্থাপন এবং সাংবাদিকতার সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে বিস্তৃত ও কার্যকর প্রশিক্ষণ প্রদান করেন সিলেটের পরিচিত চারজন অভিজ্ঞ প্রশিক্ষক।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন এখন টিভি’র সিলেট ব্যুরো প্রধান গোলজার আহমদ, চ্যানেল আই’র সিলেট ব্যুরো প্রধান সাদিকুর রহমান সাকী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল এবং সিলেট অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফরোজ খান।
প্রশিক্ষকরা সংবাদ সংগ্রহ, রিপোর্ট লেখনশৈলী, ব্রেকিং নিউজের কাঠামো, মোবাইল সাংবাদিকতা, ভিডিও রিপোর্টিং, বস্তুনিষ্ঠ তথ্য বিশ্লেষণ, আইনি সচেতনতা ও সাংবাদিকতার নীতিমালা নিয়ে আলোকপাত করেন। অংশগ্রহণকারীদের সরাসরি হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবহার করা হয় মাল্টিমিডিয়া প্রজেক্টর, ভিডিও ক্লিপ, উদাহরণ বিশ্লেষণ ও লাইভ রিপোর্টিং প্র্যাকটিস।
বিশেষ অতিথি হিসেবে সকালে কর্মশালার অগ্রগতি পরিদর্শনে আসেন সিলেট-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের আমীর জিন্নুর আহমদ, সেক্রেটারি জেনারেল গোলাম দস্তগীর ও গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী।
এ সময় সেলিম উদ্দিন আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এখনকার সময়ে সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে দুপুরে কর্মশালা পরিদর্শন করেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি মনিরুজ্জামান মোল্ল্যা এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম। তারা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোলাপগঞ্জ বিএমএসএফ ও জিবি বার্তার এই উদ্যোগকে পুলিশ প্রশাসন আন্তরিকভাবে স্বাগত জানায়।
বিশেষ অতিথি হিসেবে বিকেলে প্রশিক্ষণ পরিদর্শনে আসেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ মনোনীত সিলেট-৬ আসনের এমপি পদপ্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম। তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক এবং দেশ গঠনের অন্যতম শক্তি। আজকের এই প্রশিক্ষণ আপনাদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সন্ধ্যা ৬টায় প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দিতে আয়োজন করা হয় সনদ বিতরণ অনুষ্ঠান। বিএমএসএফ গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহ আলমের পরিচালনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও জিবি টেলিভিশনের চেয়ারম্যান বদরুল আলমের সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গোলাপগঞ্জ মডেল থানা মসজিদের ইমাম মোহাম্মদ জাবের আহমদ। শুভেচ্ছা বক্তব্য দেন বিএমএসএফ গোলাপগঞ্জ শাখার প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ ও সাংগঠনিক সম্পাদক সাকেল উদ্দিন। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি, লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান, সিলেটের স্থানীয় দৈনিক শুভ প্রতিদিন’র নির্বাহী সম্পাদক ফয়সাল আলম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম আব্দুল জলিল, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, মো. শাহেদ আহমদ, জাবেদ আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, গ্রাম-শহর মিলিয়ে মফস্বল সাংবাদিকতাই দেশের প্রকৃত বাস্তবতার প্রতিচ্ছবি তুলে ধরে। তাই মফস্বল সাংবাদিকদের প্রশিক্ষিত হওয়া অত্যন্ত জরুরি।
দিনব্যাপী প্রাণবন্ত আলোচনা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কর্মশালাটি সাংবাদিকদের জন্য এক অনুপ্রেরণাদায়ক দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকে। শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করা হলে তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আরও এমন প্রশিক্ষণের প্রত্যাশা ব্যক্ত করেন।