বুধবার জেলা প্রশাসন,সিলেট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট এর উদ্যোগে আয়োজিত সিলেট জেলার কৃষি উন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালায় “কৃষক কল্যাণ ট্রাস্ট ” এর শুভ উদ্বোধন ঘোষণা করেন সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম।এসময় সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো: রেজা-উন-নবী নবী সহ জেলা প্রশাসন,সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সহ প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তাবৃন্দ,বৈজ্ঞানিক কর্মকর্তাবৃন্দ,প্রকৌশলী,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ,উপজেলা কৃষি কর্মকর্তাবৃন্দ,বিএডিসি এর অফিসারবৃন্দ,কৃষকবৃন্দ,সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসন,সিলেট এর পক্ষ থেকে ১০ লক্ষ টাকা অনুদান প্রদান করে প্রাথমিক তহবিল গঠন করা হয়।এছাড়া বজ্রপাতে নিহত কৃষক পরিবারকে অনুদান প্রদান করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক বলেন, কৃষকদের পরিবার, তাদের সন্তান ও তাদের অন্যান্য কাজে সহায়তা করতে এই ট্রাস্ট গঠনের উদ্যোগ নেয়া হয়।ট্রাস্টের তহবিল পর্যায়ক্রমে আরো সমৃদ্ধি অর্জন করবে।