এসএমপি পুলিশ কমিশনারের জালালাবাদ থানায় বার্ষিক পরিদর্শন

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৫
এসএমপি পুলিশ কমিশনারের  জালালাবাদ থানায় বার্ষিক পরিদর্শন

সিলেট  মেট্রোপলিটন পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম ০৯/১১/২০২৫খ্রি সকাল ০৭.৩০ ঘটিকয় জালালাবাদ  থানা বার্ষিক পরিদর্শন করেন ।

এসময় অফিসার ইনচার্জ, জালালাবাদ থানা  শাহ মোহাম্মদ মুবাশ্বির এর নেতৃত্বে থানার একটি চৌকস পুলিশ দল পুলিশ কমিশনার কে সালামী প্রদান করেন। এরপর পুলিশ কমিশনার  থানায় রক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্টার ও নথিপত্র, থানার ভৌত অবকাঠামো, মেসের খাবারের মান, জব্দকৃত আলামত এবং থানার সামগ্রিক পরিবেশ ও পরিচ্ছন্নতা পরিদর্শন করেন। তিনি থানার অফিসার ও ফোর্সদের খোঁজ-খবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগসহ শুনে উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে পুলিশ কমিশনার জালালাবাদ থানার বাদাঘাট এলাকায় থানার জন্য নির্ধারিত এক একর জমি পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (জালালাবাদ থানা)  মুহিদুর রহমান খাঁনসহ থানার অফিসার ও ফোর্সবৃন্দ।