নিজের ওয়েবসাইট চালু করলেন ট্রাম্প

প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ণ, |                          

ক্যাপিটল হিলে ভয়াবহ হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে তিনি কথা দিয়েছিলেন নিজের মতো করেই ফিরবেন অনলাইনে। এক্ষেত্রে তিনি কথা রেখেছেন। তিনি ফিরেছেন। তবে নিজের একটি ওয়েবসাইট নিয়ে ফিরেছেন। তিনি এবং সাবেক ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প চালু করেছেন তাদের ব্যক্তিগত ওয়েবসাইট। এর ঠিকানা 45office.com। উল্লেখ্য, ট্রাম্প ছিলেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট।

তার সঙ্গে মিল রেখে এই সাইট চালু করেছেন। এতে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের দীর্ঘ একটি জীবনবৃত্তান্ত দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ডনাল্ড জে ট্রাম্প ইতিহাসে সবচেয়ে ব্যতিক্রমী রাজনৈতিক ধারার সূচনা করেছেন। তিনি রাজনৈতিক বংশানুক্রমিক রীতিকে হটিয়েছেন। ওয়াশিংটনের এস্টাবলিশমেনটকে পরাজিত করেছেন। প্রথম আউটসাইডার হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। এই সাইটটি খুললেই উপরের মেনু বারে রয়েছে চারটি অপশন। তাতে রয়েছে হোম, এবাউট, কন্টাক্টস এবং প্রেস এই চারটি অপশন। বামদিকে একটি লোগো। ব্যবহার করা হয়েছে ট্রাম্পের বিভিন্ন সময়ের বেশ কিছু ছবি।