মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর বার্সেলোনায় সীফুড এক্সপো গ্লোবাল-২০২৩ এ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন

প্রকাশিত: ৫:৪৮ পূর্বাহ্ণ, |                          

সিদ্দিকুর রাহমান ,স্পেন প্রতিনিধি:

স্পেপর্যটন নগরী বার্সেলোনায় ২৫ থেকে ২৭ এপ্রিল ২০২৩ সময়ে চলমান সীফুড এক্সপো গ্লোবালে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। সীফুড এক্সপো গ্লোবালের এবারের ৩০তম সংস্করণ স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স এসোসিয়েশনের সহযোগিতায় স্থাপিত বাংলাদেশ প্যাভিলিয়নে বাংলাদেশের সীফুড রপ্তানিকারক ৭ টি কোম্পানির পাশাপাশি বাংলাদেশ থেকে সীফুড রপ্তানিকারক এজেন্ট, সীফুড সম্পৃক্ত ব্যক্তি, প্রতিষ্ঠান বিশ্বের সর্ববৃহৎ এ সীফুড মেলায় অংশগ্রহণ করছে। ২৬ এপ্রিল মেলার ২য় দিনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। এসময় তার সাথে ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খঃ মাহবুবুল হক, স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, এনডিসি, কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টারস এসোসিয়েশন এর সভাপতি কাজী বেলায়েত হোসেন এবং শীর্ষ সীফুড রপ্তানিকারক প্রতিষ্টানের কর্ণধারেরা। মন্ত্রী বাংলাদেশ প্যাভিলিয়নে সীফুড ক্রেতাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় সীফুড ক্রেতাদের বিভিন্ন চাহিদা ও পরামর্শ তিনি শোনেন। বাংলাদেশের সীফুড খাতের বিকশিত হওয়ার পেছেনে ক্রেতাদের অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী তাদের ধন্যবাদ জানান। এসময় মন্ত্রী মৎস্যসম্পদ উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন। সভাশেষে মন্ত্রী এক্সপোর বিভিন্ন হলের বেশকিছু প্যাভিলিয়ন ঘুরে দেখেন।
এবারের সীফুড এক্সপো গ্লোবালে বাংলাদেশ থেকে মাসুদ ফিশ প্রসেসিং এন্ড আইস কমপ্লেক্স লিমিটেড, সবি ফিশ প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ন্যাশনাল এন্ড অর্গানিক সীফুড ইন্ডাস্টিজ লিমিটেড, মডার্ণ এন্ড ব্রাইট সীফুড লিমিটেড, এম ইউ সীফুডস লিমিটেড, ক্রিমসন রোজেলা সীফুড লিমিটেড, সালাম সীফুডস লিমিটেড অংশগ্রহণ করছে। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত এ এক্সপো চলবে।