বৃটেনে স্থানীয় সরকার নির্বাচন ‘২০২৩। বেডফোর্ড বারাহ কাউন্সিল নির্বাচনে সর্বাধিক ১০ জন বাংলাদেশী প্রার্থী

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, |                          

বৃটেনে আগামী ৪ঠ মে ২০২৩ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দেশের অন্যান্য স্থানের মতো বেডফোর্ড বারাহ কাউন্সিল নির্বাচনে এবারই সর্বাধিক ১০ জন বাংলাদেশী প্রার্থী গত ৪ঠা এপ্রিল বিভিন্ন রাজনৈতিক দল থেকে মনোনয়ন পত্র রিটার্নিং কর্মকর্তার কাছে দলীয় মাধ্যমে দাখিল করেছেন।

ক্ষমতাসীন কনজারবেটিভ পার্টি থেকে বাংলাদেশীদের প্রার্থীতা না দিলেও ব্রিটিশ রাজনীতির প্রধান বিরুধীদল লেবার পার্টির সমর্থিত বাংলাদেশিদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

আগামী নির্বাচনে লেবার পার্টির দলীয় নির্বাচনী মেনুফেষ্ঠ বা নির্বাচনী ইস্তেহার ইতোমধ্যে বেডফোর্ড বারায় আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন ব্রিটিশ পার্লামেন্টের বেডফোর্ড এন্ড কেম্পষ্টন এলাকার সাংসদ মোহাম্মদ ইয়াসিন এম পি।

ইংরেজ প্রার্থীদের পাশাপাশি এশিয়ান কমিউনিটির মধ্যে শুধু বাংলাদেশীই ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের নির্বাচনে লেবার পার্টি থেকে প্রার্থীদের মধ্যে যারা মনোনয়ন দাখিল করেছেন তাদের মধ্যে বেডফোর্ড বারাহ কাউন্সিল এর কোডওয়েল ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর আবু সুলতান, ক্লাপহ্যাম এন্ড ওক্লি ওয়ার্ড থেকে বেডফোর্ড ও বৃটেনের বাংলাদেশী কমিউনিটির সুপরিচিত মুখ সাংবাদিক আলহাজ্ব তৌফিক আলী মিনার, কিংসব্রুক ওয়ার্ড থেকে কমিউনিটি এক্টিভিষ্ট মোহাম্মদ মাসুক উল্লাহ নানু, ও মিসেস র‍্যালি রহমান, ডিপ্যারিস এভিনিউ ওয়ার্ড থেকে ব্যবসায়ী মোহাম্মদ খায়রুল ইসলাম, সর্টস্টাউন ওয়ার্ড থেকে ব্যবসায়ী মোহাম্মদ আলী আকবর, উইক্সহ্যাম এন্ড উইলস্টিড ওয়ার্ড থেকে ব্যবসায়ী আমির খান, কিংসব্রুক ওয়ার্ড থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রার্থী মিসেস হেনা খানম, গ্রেফেয়ার্স ওয়ার্ড থেকে সতন্ত্র প্রার্থী আলহাজ্ব সাইদুর রহমান ও কুইন্সপার্ক ওয়ার্ড থেকে গোলাম মনোয়ার বাবর মনোনয়ন পত্র দাখিল করেছেন।

ব্রিটিশ রাজনীতির স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে স্ব স্ব এলাকা থেকে আগামী ৪ঠা মে ২০২৩ আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন উল্লেখ্য ব্রিটিশ রাজনীতিতে বেডফোর্ড বারাহ কাউন্সিল নির্বাচনের ইতিহাসে এবারই সর্বাধিক প্রার্থীর মধ্যে লেবার পার্টির ৭ জন লিবারেল ডেমোক্রেটিক পার্টির ১ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন ।