২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, |                          

জাপান সাগরে দুটি ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পরে এটাই তাদের এমন প্রথম পরীক্ষা। যুক্তরাষ্ট্র এবং জাপান ওই ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর জানিয়েছে। একই সঙ্গে এর নিন্দা জানিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে আরো বলা হয়, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নিষেধাজ্ঞা রয়েছে পিয়ংইয়ংয়ের ওপর। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশনের অধীনে তাদের এমন অস্ত্রের পরীক্ষাকে হুমকি হিসেবে বিবেচনা করা হয়। উল্লেখ্য, এর মাত্র কয়েকদিন আগে ইয়েলো সাগরে তারা দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে।

তবে তা বিধ্বংসী ছিল না। জাপান বলেছে, সর্বশেষ পরীক্ষা করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ তাদের জলসীমায় পড়েনি। ওদিকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সামরিক শক্তির বিষয়ে দেখাশোনা করে ইউএস প্যাসিফিক কমান্ড। তারা বৃহস্পতিবার বলেছে, উত্তর কোরিয়ার এই পরীক্ষা এটাই জোরালো করে তোলে যে, তারা হুমকি দিচ্ছে। উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্র বিষয়ক কর্মসূচি প্রতিবেশী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মন্তব্য করেননি প্রেসিডেন্ট বাইডেন।