ঢাকায় মালয়েশিয়ায় পড়ুয়া ছাত্রীর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১ | আপডেট: ২:০৬:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১

রাজধানীর কলাবাগানে তাজমিয়া মোস্তফা মৌমিতা (১৯) নামের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় তাকে আহত অবস্থায় ধানমণ্ডি গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৌমিতা মালয়েশিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতেন। তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র বলেন, মৌমিতা নামের এক শিক্ষার্থীর লাশ হাসপাতাল থেকে উদ্ধার করেছি। লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, মালয়েশিয়ায় পড়ুয়া ওই ছাত্রীর মৃত্যুর কারণ এখনও অজানা। এ বিষয়ে তদন্ত চলছে। নিহতের পরিবার এখনও থানায় কোনো অভিযোগ করেনি।