ইতালির প্রধানমন্ত্রী পদত্যাগ করতে পারেন

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, |                          

পদত্যাগের চুড়ান্ত সিদ্ধান্ত নিলেন ইতালির প্রধানমন্ত্রী কন্তে ।

ইতালির জনপ্রিয় প্রধানমন্ত্রী প্রফেসর জুসেপ্পে কন্তে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে অবশেষে পদত্যাগের চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করেছেন৷ সে লক্ষ্যে আগামীকাল তিনি রাষ্ট্রপতি সারজেও মাত্তারেল্লার সাথে সাক্ষাত করে পদত্যাগ পত্র জমা দিবেন৷
প্রধানমন্ত্রীর পদত্যাগের পর রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী অন্তরবর্তী কালিন সরকার গঠন করবেন এবং নতুন নির্বাচনের তারিখ ঘোষনা করবেন৷
নতুন নির্বাচনে যদি কোন দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে তাহলে সে দল সরকার গঠন করবে নতুবা আবারো ইতালিতে কোয়ালিশন সরকার গঠিত হবে৷

এই করোনা সংকট কালে প্রধানমন্ত্রী কন্তের এমন করে ক্ষমতা ছেড়ে দেয়াটা ইতালির ভবিষ্যৎ রাজনীতির জন্য মোটেই সুখকর খবর নয়।
তারপরও বিশ্বের প্রথম কাতারের প্রথম সভ্যদেশ ইতালি তার গণতন্ত্র চর্চায় কখনই বিন্দুমাত্র পিছপা হবে না এটাই সবার বিশ্বাস।
তবে চরম ডানপন্থার উত্থান গণতন্ত্র এবং মানবাধীকারের রাজনীতির জন্য বেশ হুমকি হয়ে যাবে।