তুরস্কে ৫.৩ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০ | আপডেট: ৬:১৮:অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

তুরস্কের পূর্বাঞ্চলীয় এলাজিক প্রদেশে রোববার ভোরে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলায়মান সয়লু এক বিবৃতিতে জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে জরুরি উদ্ধারকাজে নিয়োজিত কর্মীরা ঘটনাস্থলে আছেন।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূতাত্ত্বিক জরীপ কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী এটি উৎপত্তিস্থল ২ কিলোমিটার ভূগর্ভে। কেন্দ্রস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪।

এ বছরের ২৪ জানুয়ারি তুরস্কে ৬ দশমিক ৮ মাত্রার এক ভূমকম্পে ৪১ জন নিহত এবং ১ হাজার ৬০৭ জন আহত হয়েছিলেন।