মাদ্রিদে শিশু কিশোরদের বনভোজন

প্রকাশিত: ৬:৫৮ পূর্বাহ্ণ, |                          

সিদ্দিকুর রাহমান ,স্পেন প্রতিনিধি:
স্পেনের রাজধানী মাদ্রিদে প্রবাসী শিশু কিশোরদের নিয়ে এক বনভোজন সম্পন্ন হয়েছে। কমিউনিটি ব্যাক্তিত্ব গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম মাসুক এর উদ্যোগে শুক্রবার(৩০ শে জুন) বিকাল ৭ টায় মাদ্রিদের প্লাজা ইলিপটিকা পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয়।বনভোজনে মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার প্রবাসী বাংলাদেশি শিশু কিশোরদের অংশ গ্রহণ ও বাঁধভাঙ্গা উচ্ছ্বাস ছিলো চোখে পড়ার মতো।
গ্রীষ্মকালীন ছুটিতে প্রচণ্ড তাপদাহে যখন ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনের আবহাওয়াও অসহনীয় হয়ে উঠছে; তখনই এ রকম বৈরী পরিবেশ থেকে একটু হিমেল হাওয়া, প্রকৃতির নির্মল সান্নিধ্য এবং প্রবাসের ব্যস্ত সময়ে শিশু কিশোরদের একটু আনন্দ দিতে মূলত এ আয়োজন। চমৎকার আবহাওয়ায় দারুণভাবে জমে উঠেছিল এ বনভোজন। খেলাধুলাসহ নানা আনন্দ উপভোগ করে শিশু-কিশোররা।
আয়োজক আব্দুল কাইয়ুম মাসুক বলেন দীর্ঘদিন প্রবাসে থাকলেও নিজ দেশের কথা ভুলি কি করে। আর তাই তো ছোট ছোট শিশু-কিশোরদের মধ্যে উৎসাহ উদ্ধিপনা সৃষ্টি করতে এবং বাস্তবতার বাংলার সেই রূপ খুঁজে পাওয়ার প্রয়াসেই আজকের এই আয়োজন।