পর্তুগালে পবিত্র ঈদুল আযহা উদযাপিত

প্রকাশিত: ৬:৫৯ পূর্বাহ্ণ, |                          

মামুন মাহথির, পর্তুগাল থেকে :

উৎসব-আনন্দের মধ্য দিয়ে বুধবার ইউরোপের অন্যান্য দেশের মত আন্টলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত প্রাচীন নগরী পর্তুগালের রাজধানী লিসবনে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। পর্তুগালের রাজধানী লিসবন মাতৃমনিজ পার্কে বিপুলসংখ্যক বাংলাদেশি মুসল্লিদের পাশাপাশি নারীও শিশুরা অংশ নেয় জামাতে।এসময় উপস্থিত ছিলেন
জুন্তা দে ফ্রেগজিয়া সান্তা মারিয়া মাইওর প্রেসিডেন্ট মিগেল কোয়েল, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আলমগীর হোসেন,বাংলাদেশ বায়তুল মোকাররম জামে মসজিদের সভাপতি রানা তছলিম উদ্দিন,পর্তগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম,পর্তুগাল আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলোয়ার হোসাইন, কমিউনিটি নেতা সাজিদ মোহাম্মদ ,বিশিষ্ট ব্যাবসায়ী জাকির হোসেন,সেবুল আহমদ,অনুপম মেহেদি অনু,তানভির আলম জনি,জাবেদ মাহমুদ সহ বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ ও মুসলিম উম্মাহর জন্যে বিশেষ দোয়া করা হয়।