প্যারিসে আবুল খায়ের চৌধুরী’র হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন প্রবাসীরা

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, |                          

ময়নুল হক,  ফ্রান্স থেকে : ফ্রান্সে সন্ত্রাসী হামলায় নিহত আবুল খায়ের চৌধুরী হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির ব্যানারে ( ২৫ জুন) বিকাল ২টায় বিক্ষোভ মিছিল ষ্টালিংক গাড শুরু হয়ে ঐতিহাসিক রিপাবলিক চত্বরে গিয়ে শেষ হয়।

হাজারো প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন ফ্রান্স বিশ্ব মানবতার দেশ, যেখানে রয়েছে আইনের শাষন,মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চয়তা প্রদানের ফ্রান্স সরকার বোদ্ধপরিকর। এই দেশে চৌধুরী আবুল খায়ের কে হত্যা করা হয়েছে যা অত্যন্ত পরিতাপের বিষয়। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং মৃত ব্যক্তির পরিবারকে সুরক্ষা ও ক্ষতিপূরণ দিতে হবে অন্যথায় ফ্রান্স সরকারের ভাবমূর্তি বিশ্ব দরবারে ক্ষুণ হবে।
উল্লেখ্য সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গন্ডবপুর গ্রামের আবুল খায়ের চৌধুরী প্যারিসে হত্যাকান্ডের শিকার হয়েছেন। ২৩ মে থেকে নিখোঁজ ছিলেন ২৬ মে বোয়াসি রেল স্টেশনের পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
চৌধুরী আবুল খায়েরের লাশ ফ্রান্সের মর্গে রেখে আইনি প্রক্রিয়া শেষে ইতিমধ্য দেশে প্রেরণ করা হয়েছে।