স্পেনে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন

প্রকাশিত: ৬:৪৩ পূর্বাহ্ণ, |                          

 

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকেঃ
বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে স্পেন স্বেচ্ছাসেবক দল।
সংগঠনের সভাপতি সিপার আহমদের সভাপতিত্বে সাধারন সম্পাদক আসাদ আলী ও যুগ্মসাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত শুভ’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের সভাপতি স্পেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল। অনুস্টানে উপস্থিত ছিলেন স্পেন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নূর হোসেন পাটোয়ারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, সহ সভাপতি হেমায়েত খান , মিল্টন ভূঁইয়া কচি ,সৈয়দ মাসুদুর রহমান নাসিম, সুহেল আহমেদ সামসু, বিএনপি নেতা আবুল হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক ছানুর মিয়া ছাদ, হুমায়ুন কবির রিগ্যান, শহিদুল ইসলাম,প্রচার সম্পাদক আমির হোসেন,যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক সাহাবুদ্দিন,সাবেক ছাত্রদল অর্গানাইজেশন স্পেন শাখার সাদ্দাম হুসেন নাবিল,সায়েক আহমেদ, আরিফ হোসেন, রকিব হোসেন, আসাদ উদ্দিন সহ নেতৃবৃন্দ।সভায় নেতৃবৃন্দ বলেন বেগম খালেদা জিয়ার হাত ধরেই বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসবে।নেত্রীবৃন্দ পুলিশের গুলিতে নিহত দুই ছাত্রদল নেতা রুহের মাগফেরাত কামনা করেন এবং পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান
আরও বলেন খুব শীঘ্রই বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে যে আন্দোলন এর ডাক আসবে সবাই ঐক্যবদ্ধভাবে যে যার স্থান থেকে ঐক্যবদ্ধ আন্দোলনে শরিক হয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার উদাত্ত আহ্বান জানান। সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।