সিলেট ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪১ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০২২
সিদ্দিকুর রাহমান, স্পেনঃ
স্পেনে বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম
শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) মাদ্রিদের স্থানীয় একটি রেস্তোরাঁয় স্পেন আওয়ামী লীগের ব্যানারে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ,ও ছাত্রলীগের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।স্পেন আওয়ামী লীগের সভাপতি মো. দুলাল সাফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম দবির তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ সভাপতি আহমদ আসাদুর রাহমান সাদ।১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।আলোচনায় বক্তারা বঙ্গবন্ধুর জীবন, রাজনীতি ও দেশপ্রেম নিয়ে বক্তব্য দেন। তারা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে সদ্য স্বাধীন বাংলাদেশকে পরাধীনতার শিকলে আবদ্ধ করে রাখার পাশাপাশি জাতির জনককে মানুষের হৃদয় থেকে মুছে ফেলার পাঁয়তারা করেছিল খুনিরা। কিন্তু বাংলাদেশের মানচিত্র যতদিন থাকবে, জাতির জনককে মানুষ কখনো ভুলতে পারবে না। বক্তারা বঙ্গবন্ধু হত্যায় জড়িত অবশিষ্টদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, প্রধান আলোচকের বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা এ কে এম জহিরুল ইসলাম, এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্পেন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের ঢালী, মনির হোসেন,বাতেন সরকার,সায়েম সরকার, সাংগঠনিক সম্পাদক জালাল হোসেন, যুবলীগ নেতা এনাম আলী খান, মামুন হাওলাদার,পিয়াস পাঠোয়ারী,আবুল কালাম সরকার প্রমুখ।আলোচনা শেষে ১৫ আগস্ট জাতির পিতাসহ নিহত পরিবারের অন্যান্য সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় দোয়া পরিচালনা করেন মাওলানা মুজিবুর রহমান। পরে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।
Chief Editor : Afroz Khan
Editor: Sunny Ahmed
Executive editor: Mohammed Taizul islam,
Message editor : Shahan Shah Ahmed
Call: +88 01995-019920
Office : West World Shopping City (7nd Floor), Zindabazar, Sylhet 3100
Email : info.Sylhetnewsworld@gmail.com
Web : www.SylhetNewsWorld.com