কোনো অগ্রগতি নেই, রুশ সেনারা ‘স্থবির’: ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, |                          

ইউক্রেনে চলমান আগ্রাসনে অনেকটা স্থবির অবস্থায় রুশ সেনারা। স্বল্প এলাকা দখল করার কারণে এই পরিস্থিতির সম্মুখিন হতে হয়েছে তাদের। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এক টুইটে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গুরুত্বপুর্ণ বন্দরনগরী মারিওপল এখনো দখল কায়েম করতে পারেনি রুশ সেনারা। ইউক্রেনীয় বাহিনী বারবার তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে।

এতে বলা হয়, মারিওপল বাদে অন্যান্য এলাকাগুলোতেও সুবিধা করতে পারেনি রুশ বাহিনী। বেশিরভাগ স্থানেই ‘স্থবির’ অবস্থায় আছা। উল্লেখযোগ্য কোনো অগ্রগতি তারা পায়নি।

জাতিসংঘ জানায়, ইউক্রেনের বিভিন্ন শহরে ভারি গোলাবর্ষণ করছে রুশ বাহিনী। যার কারণে নিজ দেশেই এখন ১০ লাখের বেশি ইউক্রেনীইয় গৃহহীন।