গ্রিক ভাষায় মোড়ক উন্মোচিত হল বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, |                          

 

গ্রিস প্রতিনিধি : বাংলাদেশ দুতাবাস এথেন্সের পৃষ্ঠপোষকতা ও সার্বিক ব্যাবস্থাপনায় ১৬ মার্চ ২০২২-এ এথেন্সের দিভানি কারাভেল হোটেলের বল্রুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইটির গ্রিক অনুবাদের মোড়ক উন্মোচন হয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এম পি, গ্রিক সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক মন্ত্রনালয়ের সেক্রেটারি জেনারেল মিস এলেনি দন্দুলাকি এবং গ্রীস এ নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত আসুদ আহমেদ। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইটির গ্রিক ভাষায় অনুবাদকারি এথেন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিমিত্রিওস ভাসিলিয়াদিস ও উপস্থিত ছিলেন। বইটির মোড়ক উন্মোচনের প্রাক্কালে মান্যবর রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন বইটি গ্রিক ভাষায় অনুবাদের ফলে ভারতীয় উপমহাদেশের ইতিহাসের সবচেয়ে ঘটনাবহুল সময়ে পদ্মা-মেঘনা বিধৌত বাংলায় বাঙ্গালির হাজার বছরের বঞ্চনার ইতিহাস এবং বাংলার রাজনৈতিক ইতিহাস ও ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুর রাজনৈতিক উত্থান ও বাঙ্গালির স্বাধিকার আদায়ের আন্দোলনে বঙ্গবন্ধুর নেতৃত্তের গুরুত্বপূর্ণ অংশ গ্রিক পাঠকদের জন্য উন্মুক্ত হল। এসময় বইটির অনুবাদক অধ্যাপক দিমিত্রিওস ভাসিলিয়াদিস উপস্তিত অতিথিদের কাছে বইটি ও এর অনুবাদ সম্পরকে তার অনুভুতি ব্যাক্ত করেন। বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাস্ত্রদুতগন, গ্রিক সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, দুতাবাস ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সুশীল সমাজ ও নেতৃস্থানীয় ব্যাবসায়িরা ও প্রবাসি বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।