সিলেট ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২২
প্রতিনিধি :বাংলাদেশ-গ্রীস কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে টেলিফোনে শুভেছা বিনিময় করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গ্রীসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস। তারা এসময়ে বাংলাদেশ-গ্রীসের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে পরস্পরকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দু’দেশের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা করেন। এ সময়ে মাননীয় প্রধানমন্ত্রী গ্রীসের প্রধানমন্ত্রীকে গ্রীসে বসবাসরত বাংলাদেশীদেরকে আতিথেয়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে তাদের এই সুযোগ সুবিধা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান। এছাড়া তিনি ইউরোপিয় ইউনিয়নভুক্ত দেশ সমূহে বাংলাদেশী পণ্যের জন্য ‘জিএসপি প্লাস’ সুবিধা প্রদানের বিষয়ে গ্রীস সরকারের সহায়তা কামনা করেন। গ্রীক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস মাননীয় প্রধানমন্ত্রীকে ‘জিএসপি প্লাস’ সুবিধার বিষয়ে ইউরোপিয় ইউনিয়নে বাংলাদেশকে সহযোগীতার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রীক প্রধানমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রন জানান। জবাবে গ্রীক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার আমন্ত্রনের জন্য ধ্যনবাদ জানিয়ে তাকেও গ্রীস সফরের আমন্ত্রণ জানান। উল্লেখ্য ১৯৭২ সালের ১১ মার্চ ইউরোপের অন্যতম প্রথম দেশ হিসেবে গ্রীস তৎকালীন সদ্যস্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান পূর্বক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এবং এবছর গ্রীস ও বাংলাদেশ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূতি উদযাপন করছে।
Chief Editor : Afroz Khan
Editor: Sunny Ahmed
Executive editor: Mohammed Taizul islam,
Message editor : Shahan Shah Ahmed
Call: +88 01995-019920
Office : West World Shopping City (7nd Floor), Zindabazar, Sylhet 3100
Email : info.Sylhetnewsworld@gmail.com
Web : www.SylhetNewsWorld.com